ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আগুনে ৫ দোকানীর স্বপ্ন পুড়ে হল ছাই

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি ॥ ৫ দোকানীর স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে আগুনে। ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ২ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। রবিবার রাতে কোটচাঁদপুর পৌর শহরের দুধসরা সড়কে এ ঘটনা ঘটে।

বাজারের বস্তা ব্যবসায়ী তোহিদুল ইসলাম বলেন, আগুন কিভাবে লেগেছে আমার জানা নাই। তবে আমার তিলে তিলে গড়া স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী তাঁর। কথা হয় চটপট্রি ব্যবসায়ী সাজ্জাদ হোসেনের সঙ্গে তিনি বলেন, আমি খবর পেয়ে এসে দেখি আগুনে পুড়ছে আমার দোকান। আগুন কোথা থেকে লাগল জানিনা। ৫ লাখ টাকার ক্ষতি দাবী তাঁর। এ ছাড়া আগুনে পুড়ে ছাই হয়েছে বিকাশ ঘোষের ঘিয়ের দোকান, শরিফুলের লন্ডি, সুফলের সেলুন ও পাশের মৃত সোহরাব হোসেনের বিল্ডিংয়েরও পুড়েছে মিটার, তাঁর, গ্লাস।

খবর পেয়ে ছুটে আসে কোটচাঁদপুর ফায়ার সাভির্সের গাড়িটি। অবস্থা বে-গতিক দেখে নিয়ে আসেন তাদের আরেকটা ইউনিট। এরপরও আগুন নিয়ন্ত্রনে না আসায় খবর দেন কালিগঞ্জ ও মহেশপুর থানার ফায়ার সার্ভিসে। এক সাথে ৪ টি ইউনিট ২ ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন তারা। কথা হয় কোটচাঁদপুর ফায়ার সার্ভিস কর্মকর্তা প্রদীপ কুমার মন্ডলের সঙ্গে তিনি জানান, আগুন শর্ট সার্কিট হয়ে লেগেছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে। আর ক্ষয়ক্ষতির পরিমান ধরা হয়েছে ৯ লাখ ৪৫ হাজার টাকার মত। উদ্ধার করা সম্ভব হয়েছে প্রায় ১৭ লাখ ৮০ হাজার টাকার মালামাল।

এ খবরে ছুটে আসেন কোটচাঁদপুর পৌর সভার মেয়র শহিদুজ্জামান সেলিম, উপজেলা চেয়ারম্যান শরিফুননেসা মিকি, কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর জাহিদুল ইসলাম (জাহিদ)।

You must be Logged in to post comment.

ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ২ দিন পরে ছাত্রের মরদেহ উদ্ধার     |     গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |