ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আটোয়ারীতে করোনা ভ্যাকসিন প্রদানের সকল প্রস্তুতি সম্পন্ন। ৭ফেব্রুয়ারি ভ্যাকসিন প্রদান শুরু

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে মর্মে জানিয়েছেন করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান সহায়তা কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও প. প. অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর। তিনি বলেন, বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম ধাপে ১৬২ ভায়াল করোনা ভ্যাকসিন পৌঁছেছে। প্রতি ভায়াল হতে ৯/১০ জন ভ্যাকসিন নিতে পারবেন। ভ্যাকসিনগুলো পৌঁছার সাথে সাথে কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী সহ গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে সানন্দে গ্রহন করা হয়েছে। সদস্য সচিব বলেন, রবিবার(৭ ফেব্রুয়ারি ) করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হবে। তবে অগ্রাধিকার ভিত্তিতে প্রথম ধাপে কোভিড-১৯ এর সম্মুখ সারির প্রত্যক্ষভাবে সম্পৃক্ত সকল স্বাস্থ্যকর্মী, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সম্মুখ সারির আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সম্মুখ সারির গণমাধ্যমকর্মী, নির্বাচিত জন প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সকল ধর্মের প্রতিনিধিরা ভ্যাকসিন পাবেন। ৫৫ বছর ও তদুর্ধ নাগরিক নিবন্ধন অত্যাবশ্যক। উপজেলা নিবাহী অফিসার করোনা ভ্যাকসিন প্রদানে শৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |