ঢাকা, বুধবার, ১৭ই এপ্রিল ২০২৪ ইং | ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আটোয়ারীতে দুর্গাপুজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে আসন্ন দুর্গাপুজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার ( ১৪ অক্টোবর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার ২৮টি দুর্গামন্ডপ কমিটির নেতৃবৃন্দকে নিয়ে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। মহামারী কোভিড-১৯ সংক্রমন কালে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে পুজা উদযাপন ও কেন্দ্রীয় পুজা উদযাপন কমিটির দিকনির্দেশনা মোতাবেক দুর্গাপুুজা উদযাপন কার্যক্রম পরিচালনা করার পরামর্শ দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, ওসি মোঃ ইজার উদ্দীন, পুজা উদযাপন কমিটির সভাপতি মনোজ রায় হিরু সহ বিভিন্ন দুর্গা মন্ডপের নেতৃবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন, মহামারী কোভিড -১৯ সংক্রমনের কারণে পুলিশ বা আনসার বাহিনী দুর্গামন্ডপগুলোতে অবস্থান করবেন না। তাই নিজ নিজ দুর্গামন্ডপ নিরাপত্তার স্বার্থে স্বেচ্ছাসেবক দল গঠন করতে হবে। স্বেচ্ছা সেবক দলের তালিকা উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে দিতে হবে। এই দল দশমীর দিন দুর্গা বিসর্জন দেয়া পর্যন্ত স্বেচ্ছা সেবকের ভুমিকা পালন করবে। দুর্গা মন্ডপ এলাকায় মাদক, জুয়া, ইভটিজিং সহ যে কোন অপরাধ সংঘটিত হলে বা হওয়ার সম্ভাবনা দেখা দিলে তাৎক্ষনিক প্রশাসন অথবা স্থানীয় জনপ্রতিনিধিকে জানাতে হবে। অপরদিকে পুলিশ ও আনসার বাহিনীর মোবাইল টিম প্রতিটি দুর্গামন্ডপ এলাকায় টহল দিবেন। সরকারি সিদ্ধান্ত মতে দুর্গামন্ডপ এলাকায় এবার কোন মেলা বসানো যাবে না। মাইক বা উচ্চ শব্দযুক্ত সাউন্ড সিস্টেম ব্যবহার থেকে বিরত থাকতে হবে। তবে ঢাক ঢোল বাজিয়ে পুজা অর্চনা করা যাবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে দুর্গা বিসর্জন দিতে হবে। তিনি উপজেলার উপস্থিত পুজা উদযাপন কমিটিকে কেন্দ্রিয় পুজা উদযাপন কমিটির সিদ্ধান্ত অনুসরন করার পরামর্শ দেন।

You must be Logged in to post comment.

আটোয়ারীতে এমপি রেজিয়া ইসলাম এঁর মতবিনিময় সভা     |     গাংনীতে মুকুল সেবা সংস্থার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত     |     উপজেলা নির্বাচনে মেহেরপুর সদরে ৫ জন ও মুজিবনগরে ৪ জন মনোনয়ন পত্র জমা দিলেন     |     গাংনীতে ‘আশ্রয়’ নামে বৃদ্ধ সেবা ও এতিম শিশু পুণর্বাসন কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ \ শিশু সহ দুই জনের সলিল সমাধি     |     মাদারীপুরের রাজৈরে ৬ জুয়াড়িসহ গ্রেফতার-৮     |     গাংনীতে মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত     |     ঝিকরগাছায় বাঙালিয়ান বর্ষবরণ উৎসব উদযাপন     |     ঝিকরগাছায় প্রবাসী হাবিবের ব্যক্তিগত উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ     |     ঝিকরগাছায় অসুস্থ রোগীদের সেবা দিতে হুইলচেয়ার দিলেন রিতি     |