ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আটোয়ারীতে প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ

আটোয়ারী( পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নারী উন্নয়ন ফোরামের বাস্তবায়নে প্রশিক্ষণপ্রাপ্ত ২৮ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সুত্র জানায়, ২০১৯- ২০২০ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসুচি (এডিপি) প্রকল্পের আওতায় নারী উন্নয়ন ফোরাম কর্তৃক উপজেলার প্রশিক্ষণপ্রাপ্ত অসহায়, গরীব ও দুস্থ মহিলাদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। বুধবার ( ১৯ আগস্ট) সকালে উপজেলা পরিষদ হলরুমে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম। বিতরণ অনুষ্ঠানে সুবিধাভোগীদের উদ্দেশ্যে নারীর ক্ষমতায়ন সহ একটি পরিবারে পুরুষের পাশাপাশি একজন নারীর ভুমিকা নিয়ে গুরুত্বপুর্ণ উপদেশমুলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রী কর্তৃক গৃহিত পরিকল্পনাকে স্বাগত জানিয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। এসময় আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী , অন্যান্য গণমাধ্যমকর্মী সহ সুবিধাভোগী নারীরা উপস্থিত ছিলেন।

You must be Logged in to post comment.

আটোয়ারীতে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সাধারণ সভা     |     আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধা মির্জা আব্দুর রাজ্জাক এঁর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন     |     ঝিকরগাছার পল্লীতে মেয়েকে খুঁজে না পেয়ে থানায় অভিযোগ     |     মাদারীপুরে ৮শ’ টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস     |     ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ২ দিন পরে ছাত্রের মরদেহ উদ্ধার     |     গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |