ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ ইং | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আটোয়ারীতে বিসিআইসি সার সমিতি ও বিএডিসি সমিতির পক্ষ থেকে অক্সিজেন সিল্ডারের অর্থ প্রদান

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : ‘মানুষ মানুষের জন্য-জীবন জীবনের জন্য’ স্লোগান নিয়ে মহামারী কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় আটোয়ারী হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার ক্রয়ের জন্য পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা বিসিআইসি সার সামিতি ও বিএডিসি’র পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হয়েছে। সোমবার (১৯ জুলাই) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালেয়ে অক্সিজেন সিলিন্ডার ক্রয়ের জন্য বিসিআইসি সভাপতি মোঃ খলিলুর রহমান ও বিএডিসি সভাপতি মোঃ হায়দার আলী বকুল আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলামের কাছে ১লাখ ৮০ হাজার টাকা নগদ প্রদান করেন। উক্ত টাকা তাৎক্ষনিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উপজেলা স্বাস্থ্য ও প. প. অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীরের কাছে হস্তান্তর করা হয়। সুত্র জানায়, ১লাখ ৮০ হাজার টাকার মধ্যে বিসিআইসি সমিতির পক্ষ থেকে ১লাখ ৩৫ হাজার টাকা ও বিএডিসি’র পক্ষ থেকে ৪৫ হাজার টাকা প্রদান করেন। এসময় ডা. হুমায়ুন কবীর বিসিআই ও বিএডিসি সমিতিকে ধন্যবাদ জানান এবং সকল সামর্থবান মহানুভব মানুষকে চলমান মহামারী কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলা করার জন্য এগিয়ে আসার উদাত্ত আহবান জানান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন,ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান,বণিক সমিতির সভাপতি কমলেশ চন্দ্র ঘোষ, বিসিআইস ও বিএডিসির অন্যান্য সদস্য সহ গণমাধ্যমকর্মীগন।

You must be Logged in to post comment.

গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |