ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আটোয়ারীতে ভ্রাম্যমান আদালতের রায়ে ১৩ জুয়াড়ুর জেল

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ভ্রাম্যমান আদালতের রায়ে ১৩ জুয়াড়ুর জেল হয়েছে। জানাগেছে, বৃহস্পতিবার (০১ অক্টোবর) সন্ধায় উপজেলা নির্বাহী অফিসার -আটোয়ারী থানা পুলিশের একটি চৌকশ টিমকে সাথে নিয়ে মাদক ও জুয়া বিরোধী অভিযান পরিচালনায় বের হন। অভিযানের এক পর্যায় উপজেলার রাধানগর ইউনিয়নের রসেয়া দিনমাড়া বাজার এলাকা হতে জুয়া খেলার সময় হাতেনাতে ১৩ জন জুয়াড়ুকে আটক করতে সক্ষম হন। জুয়াড়ুরা তাদের অপরাধ স্বীকার করলে তাৎক্ষনিক বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর ৪ ধারায় প্রত্যেককে সাত দিন করে বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। জুয়াড়ুরা হলো উপজেলার রাধানগর ইউনিয়নের গোপালজোত গ্রামের বিদ্যা মোহনের পুত্র কৃষ্ণ বর্মন(২৫), রসেয়া গ্রামের মৃত তাজিম উদ্দীনের পুত্র মোঃ আব্বাস আলী(৪০), মালিগাঁও গ্রামের মৃত নগেন্দ্র দেব নাথের পুত্র জিতে দেব নাথ(৪৫), মালিগাঁও গ্রামের মহানন্দ দেব নাথের পুত্র লিটন দেব নাথ(২৫), গোপালজোত গ্রামের চৈতন্য বর্মনের পুত্র মহেন্দ্র বর্মন(৩৮), রসেয়া বানিয়াপাড়া গ্রামের লাটিম চন্দ্র বর্মনের পুত্র জিতু রাম বর্মন(৪০) ,মালিগাঁও গ্রামের মৃত লবানু দেব নাথের পুত্র রবীন্দ্র দেব নাথ(৩৫), মালিগাঁও গ্রামের ধুপি চন্দ্র দেব নাথের পুত্র সবিন্দ্র দেব নাথ(৩৫), রসেয়া গ্রামের আলীম উদ্দীনের পুত্র মোঃ ইয়াকুব আলী(৩৫), রসেয়া বানিয়াপাড়া গ্রামের লাটিম চন্দ্র বর্মনের পুত্র নিতাই চন্দ্র বর্মন (৩৪), রসেয়া গ্রামের মৃত রহিম উদ্দীনের পুত্র মোঃ ফইজ উদ্দীন (৬০), রসেয়া গ্রামের মৃত সজার উদ্দীনের পুত্র মোঃ বাবুল ইসলাম(৪০) ও মালিগাঁও গ্রামের মৃত উত্তম দেব নাথের পুত্র তারিণী দেব নাথ (৫৩)। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন জানান, ভ্রাম্যমান আদালত কর্তৃক বিনাশ্রম কারা বাসের রায় ঘোষনার পরই জুয়াড়ুদের জেল হাজতে পাঠানো হয়েছে।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |