ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আটোয়ারীতে সুফল মিলছে গ্রাম আদালতের উঠান বৈঠকে

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়, স্থানীয় সরকার বিভাগের বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের আওতায় বাস্তবায়নকারী সহযোগি সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন ( ইএসডিও) ’র কর্মতৎপরতায় পঞ্চগড়ের আটোয়ারীতে সুফল পাচ্ছে এলাকার মানুষ। ছোটখাট বিরোধ নিরসনে সুফল মিলছে গ্রাম আদালতের উঠান বৈঠকের মাধ্যমে। সেই সাথে দিন দিন গ্রাম আদালতের প্রতি আস্থা বাড়ছে মানুষের। ফৌজদারী ও দেওয়ানী মামলা নিস্পত্তি হওয়ায় গ্রাম আদালতের প্রার্থীর সংখ্যা বাড়ছে। উপজেলার ৬ ইউনিয়নে সফলভাবে গ্রাম আদালত পরিচালনায় সুফল পাচ্ছে সাধারণ মানুষ। এতে জেলা আদালতের মামলার সংখ্যা কমতে শুরু করেছে।একটি নির্ভরযোগ্য সুত্র জানায়, গ্রাম আদালতের মাধ্যমে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৩৬৫ টি মামলার মধ্যে ৩৬৫ টি মামলা , তোড়িয়া ইউনিয়নের ৩৫৮ টি মামলার মধ্যে ৩৫৮ টি , আলোয়াখোয়া ইউনিয়নের ৩৭৪ টি মামলার মধ্যে ৩৭৩ টি, রাধানগর ইউনিয়নের ৩৬২ টি মামলার মধ্যে ৩৫৯ টি, বলরামপুর ইউনিয়নের ৩৭০ টি মামলার মধ্যে ৩৭০ টি এবং ধামোর ইউনিয়নের ৪১৫টি মামলার মধ্যে ৪০৯ টি মামলা সুষ্ঠুভাবে নিস্পত্তি হয়েছে। গ্রাম আদালত প্রকল্পের জেলা সমন্বয়কারী মোঃ রাজিউর রহমান রাজু বলেন, অল্প খরচে স্বল্প সময়ে ভোগান্তি ছাড়া গ্রাম আদালতের বিচার পদ্ধতি সাধারণ মানুষের মাঝে আস্থা সৃষ্টি করেছে। গ্রাম আদালতে উকিল মোক্তারের পরিবর্তে জনপ্রতিনিধির উপর ভরসা রাখছে মানুষ। তাই প্রান্তিক মানুষের আস্থার প্রতিক হয়ে উঠেছে গ্রাম আদালত। তিনি বলেন, গ্রাম আদালত সক্রিয়করণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের গ্রাম আদালতের গ্রাম গঞ্জে উঠান বৈঠক নিয়মিত হওয়ায় সহজেই নিস্পত্তি পাচ্ছে অনেক কঠিন বিরোধ ও মামলা।এই উঠান বৈঠকে এলাকার জনপ্রতিনিধিরা উৎসাহের সহিত সহযোগিতা করে আসছেন। গ্রাম আদালতে মামলা নিস্পত্তি হওয়া কয়েকজন বাদী ও বিবাদী জানান, উঠান বৈঠকের মাধ্যমে জানতে পারি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে অল্প সময়ে প্রায় বিনা খরচে সঠিকভাবে বিচার নিস্পত্তি হচ্ছে। জমি সংক্রান্ত, আর্থিক লেনদেন সমস্যা, মারামারি, পারিবারিক সমস্যা সহ বিভিন্ন বিবাদ গ্রাম আদালতে নিস্পত্তি হচ্ছে। এতে বাদী-বিবাদী আর্থিক অপচয় সহ হয়রানী থেকে রক্ষা পাচ্ছে । তারা বলেন, আমরা উভয় পক্ষই গ্রাম আদালতের বিচারের রায়ে খুশি হয়েছি।

You must be Logged in to post comment.

গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |