ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আটোয়ারীতে ৭ জুয়ারী আটক : মামলা দায়ের

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে জুয়া খেলার সময় ৭ জুয়াড়ীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা, জুয়া সামগ্রী তাস, মোবাইল ফোন ও মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। বুধবার দিবাগত গভীর রাতে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের চুচুলী বটতলী গ্রামের জুয়াড়ী জসিম উদ্দীন ওরফে লিটনের বাড়ী হতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের দোহসুহ গ্রামের মৃত আব্দুস সামাদের পুত্র মোঃ সিরাজুল ইসলাম (৩২), পাশ^বর্তী ঠাকুরগাও জেলার মোলানখুড়ী গ্রামের তরমুজ আলীর পুত্র মোঃ আবুল কালাম (৩২), একই জেলার রুহিয়া চাপাতী গ্রামের মসলিম উদ্দীনের পুত্র মোঃ মোজাম্মেল হক (৩২), পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার দক্ষিণ দূর্গাপুর গ্রামের সফিকুল ইসলামের পুত্র আয়নাল হক (৩৩), চুচুলী গ্রামের দুলাল হোসেনের পুত্র সোহাগ হোসেন (২২), চামেশ^রী গ্রামের মৃত রবীন্দ্র নাথের পুত্র পলাশ (২৮) ও চুচুলী গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র জসিম উদ্দীন (৩৬)। সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসি ইজার উদ্দীনের নির্দেশনা মোতাবেক এসআই দিপেন্দ্র নাথ সিংহের নেতৃত্বে এসআই প্রহল্লাদ ও এসআই পরিতোষ সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার(১৬ জুন) দিবাগত গভীর রাতে চুচুলী বটতলী গ্রামের জুয়াড়ী জসিম উদ্দীন ওরফে লিটনের বাড়ীতে এক ষাঁড়াশী অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ধূর্ত জুয়াড়ী দ্রুত পালিয়ে গেলেও উল্লেখিত ৭ জুয়াড়ীকে জুয়া খেলার সময় হাতে-নাতে আটক করতে সক্ষম হয়। এসময় পুলিশ নগদ প্রায় ২৬ হাজার ২শত টাকা, কিছু জুয়া সামগ্রী তাস, ৬টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন এবং ৬টি মোটর সাইকেল, যাহার সংক্ষিপ্ত বিবরণঃ- পঞ্চগড়-হ ১১-৬২৪৯ নাম্বারের লাল রংয়ের একটি গ্লামার ১০০ সিসি, নাম্বার বিহীন কালো রংয়ের একটি গ্লামার ১০০ সিসি, ঠাকুরগাও-হ ১৩-২৮৪৯ নাম্বারের লাল রংয়ের একটি হিরো, নাম্বার বিহীন লাল রংয়ের একটি হিরো, নাম্বার বিহীন কালো রংয়ের একটি টিভিএস মেট্রো ১০০ সিসি, নাম্বার বিহীন কালো রংয়ের একটি সিডি-৮০সিসি মোটর সাইকেল জব্দ করা হয়। ওসি ইজার উদ্দীন মোটর সাইকেল, জুয়া খেলার আলামত সহ ৭ জুয়ারি আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ সুপারের নির্দেশক্রমে সকল প্রকার অপরাধ দমনে পুলিশ নিরলস কাজ করে যাচ্ছে। আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে থানায় মামলা দায়ের করে । বৃহস্পতিবার(১৭ জুন) পঞ্চগড় আদালতে সোপর্দ করা হয়। যার মামলা নং-০৯, তারিখ: ১৭/০৬/২০২১ ইং।

You must be Logged in to post comment.

গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |