ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আদিতমারীতে  চলছে অনলাইনে  কোরবানির গরু কেনা-বেচা! 

মুর্শিদ আলম মুরাদ, লালমনিরহাট(আদিতমারী) সংবাদদাতাঃ কোভিড-১৯ মহামারির কারণে জেলার ৫টি উপজেলায় চলতি বছর কোরবানির গরু অনলাাইনে কেনাবেচার উদ্দ্যোগ নিয়েছেন উপজেেলা প্রশাসন। ইতিমধ্যে আদিতমারী উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে একটি ফেসবুস  পেজ খুলে উপজেলার বিভিন্ন খামাারীদের গরুর ছবি ওই ফেসবুকের গ্রুপে পোস্ট করা হচ্ছে। সেখানে খামারীদের নাম, গরুর ছবি, ওজন, দাম ও ঠিকানাসহ মোবাইল নাম্বার সংযুক্ত করা হচ্ছে। এ কারণে অতিসহজেই ক্রেতারা তাদের পছন্দের কোরবানির গরু বাসায় বসে কিনতে পারবেন।আদিতমারী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয় সুত্রে জানাগেছে, গত বছরে পরীক্ষামূলক ভাবে অনলাইনে গরু কেনাবেচার উদ্দ্যোগ গ্রহণ করা হয়। প্রথম দিকে সাড়া কম পড়লে শেষের দিকে ব্যাপক সাড়া পেয়েছেন বলে তাদের দাবী। তারই ধারাবাহিকতায় চলতি বছর কোভিড-১৯ মোকেবেলার তাদের উদ্দ্যোগেই শুরুতেই গ্রুপ পেজ খোলা হয়েছে৷ এ গ্রুপে বিভিন্ন জায়গার খামারীদের গরুর ছবি, নাম ঠিকানা ও মোবাইল নাম্বার ও গরুর দাম নির্ধারন করে পোস্ট করা হচ্ছে। উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের চন্দনপাট গ্রামের সহিদার রহমান জানান, অনেক কষ্টের মাঝেও তিনি আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে ২টি গরু পালন করেছেন। ইতিমধ্যে তার গরুর ছবি ফেসবুকে পোস্ট করা হয়েছে। তিনি দাবী করেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তার গ্রুপে গরু ছবি পোস্ট করায় ব্যাপক সাড়া পাচ্ছেন। একই কথা জানালেন সারপুকুর ইউনিয়নের পাঠানটারী গ্রামের মনিরুজ্জামান মনতাজ। ওই গ্রুপে তার একটি গরুর ছবি পোস্ট করায় বিভিন্ন জায়গা থেকে তিনিও সাড়া পাচ্ছেন। এদিকে জেলার খামারীদের অভিযোগ, আসন্ন ঈদে ভারতীয় গরু বাংলাদেশে ঢুকতে না পারলে তারা লাভবান হবেন। তাই তারা ভারতীয় গরু যাতে সীমান্ত দিয়ে এদেশে আসতে না পারে সে বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।     লালমনিরহাট জেলা খামার মালিক সমিতির সভাপতি মোখলেছুর রহমান বাবুল জানান, কোভিড-১৯ এর কারণে খামারীরা গরু নিয়ে হাটে যেতে ভয় পাচ্ছেন। আর এ কারণেই অনলাইনে গরু কেনাবেচা করার উদ্দ্যোগ নেয়া হয়েছে। অনলাইনে কেমন সাড়া পাচ্ছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সাড়া পাওয়ার সাথে সাথে খামারী তাদের গরু বিক্রিতে ন্যায্য মূল্য পাবেন বলে তিনি শতভাগ আশাবাদী। আদিতমারী উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মোশাররফ হোসেন বলেন, গতবছর পরীক্ষামূলক এ কার্যক্রম পরিচালনা করার প্রথমদিকে তেমন একটা সাড়া না পেলেও শেষ পর্যায়ে প্রচুর সাড়া পাওয়াগেছে। তিনি আরো বলেন, এবছর খামারীরা তাদের গরু অনলাইনে বেচাকেনা করবেন। পাশাপাশি দামও পাবেন আশানুরুপ এমনই প্রত্যাশা এ কর্মকর্তার।
আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন বলেন, কোভিড-১৯ এর কারণে এখনকার খামারীরা যেন ক্ষতির সম্মুখীন না হয় সেকারণেই অনলাইনে গরু কেনাবেচার উদ্দযোগ নেয়া হয়েছে।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |