ঢাকা, মঙ্গলবার, ১৬ই এপ্রিল ২০২৪ ইং | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আদিবাসী তরুনী রুখিয়া রাউতের হত্যাকান্ডের প্রতিবাদ ও বিচারের দাবিতে পার্বতীপুরে মানব বন্ধন

আল মামুন মিলন, পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে আদিবাসী তরুনি রুখিয়া রাউতের হত্যাকান্ড ও জড়িতদের বিচারের দাবীতে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (১০অক্টোবর) শনিবার সকাল ১১ টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে জাতীয় আদিবাসি পরিষদ ও পার্বতীপুর আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির ব্যানারে এই মানব বন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়।
মানবন্ধন সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্রনাথ সরেন, সমাজ উন্নয়ন সমিতির পার্বতীপুর শাখার সভাপতি বিমল মুর্মু , সাধারন সম্পাদক এক্্রহিম টুডু, আদিবাসী নারী পরিষদ দিনাজপুর জেলা শাখার সভানেত্রী মিনতি মার্ডী, জাতীয় আদিবাসী পরিষদের তথ্য ও গরেষনা সম্পাদক মানিক সরেন প্রমুখ। বক্তারা বদরগন্জের
রামনাথপুর খোর্দ্দবাগবাড় গ্রামের দিনেশ ললিতের মেয়ে মেধাবী ছাত্রী রুখিয়া রাউত হত্যকান্ডের সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় নেয় সহ হরিরামপুর খাগড়াবন্দ চন্ডিপুর বারোকোনায় আদিবাসী শিশু ধর্ষনের চেষ্টা, সমতলীয় আদিবাসীদের মন্ত্রোনালয়ের অধীনে আলাদা ভুমি কমিশন গঠন, ভুমী দখল, হত্যা, নির্যাতন বন্ধ ও বিচারের দাবী জানান ।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর পার্বতীপুরের মধ্যপাড়া- মিঠাপুকুর সড়কের পাচপুকুরিয়া এলাকায় ওই সড়কের পাশের জঙল থেকে হাত পা বাধা অবস্থায় রংপুর কারমাইকেল কলেজ অনার্স তয় বর্ষের ছাত্রী রুখিয়া রাউতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে পরদিন রুখিয় রাউতের প্রেমিক আনিছুর রহমান সহ ৩জন কে আটক করে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয় ।

You must be Logged in to post comment.

আটোয়ারীতে এমপি রেজিয়া ইসলাম এঁর মতবিনিময় সভা     |     গাংনীতে মুকুল সেবা সংস্থার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত     |     উপজেলা নির্বাচনে মেহেরপুর সদরে ৫ জন ও মুজিবনগরে ৪ জন মনোনয়ন পত্র জমা দিলেন     |     গাংনীতে ‘আশ্রয়’ নামে বৃদ্ধ সেবা ও এতিম শিশু পুণর্বাসন কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ \ শিশু সহ দুই জনের সলিল সমাধি     |     মাদারীপুরের রাজৈরে ৬ জুয়াড়িসহ গ্রেফতার-৮     |     গাংনীতে মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত     |     ঝিকরগাছায় বাঙালিয়ান বর্ষবরণ উৎসব উদযাপন     |     ঝিকরগাছায় প্রবাসী হাবিবের ব্যক্তিগত উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ     |     ঝিকরগাছায় অসুস্থ রোগীদের সেবা দিতে হুইলচেয়ার দিলেন রিতি     |