ঢাকা, বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪ ইং | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আরও ১৩ জোড়া যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু

কালোবাজারি বন্ধেই অন্যের টিকিটে ভ্রমণে জেল-জরিমানার বিধান রাখা হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এছাড়া থেকে আবারো ১৩ জোড়া ট্রেন চালুর দিনে কমলাপুর রেলস্টেশনে সাংবাদিকদের তিনি একথা বলেন।

মন্ত্রী স্টেশনে গিয়ে সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন। যাত্রীদের সাথে কথা বলেন। স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সব পদেক্ষপ নিতে স্টেশন কর্তৃপক্ষকে নির্দেশনাও দেন।

এদিকে স্বাস্থ্যবিধি রক্ষায় নেয়া হয়েছে নানা পদক্ষেপ। সামাজিক দুরত্ব নিশ্চিত করতে এক আসন ফাঁকা রেখে বসানো হচ্ছে যাত্রীদের। নতুন ট্রেন চালু হওয়া নিয়ে যাত্রীদের মধ্যে স্বস্তি দেখা গেলেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ‘টিকিট যার ভ্রমণ তার’ এই নীতির। এতে অনেকটা ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। নিয়মানুযায়ী এক জনের টিকিটে অন্য কেউ ভ্রমণ করলে হস্তান্তরকারী ও ভ্রমণকারীকে টিকিটের সমপরিমাণ অর্থদণ্ড অথবা তিন মাসের কারাদণ্ড দেয়া হবে।

যেসব রুটে চলবে এসব ট্রেন: পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড় রুটে একতা এক্সপ্রেস, খুলনা-ঢাকা- খুলনা রুটে সুন্দরবন এক্সপ্রেস, রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে পদ্মা এক্সপ্রেস, ঢাকা-সিলেট-সিলেট রুটে পারাবত এক্সপ্রেস, ঢাকা-মোহনগঞ্জ-ঢাকা রুটে হাওড়া এক্সপ্রেস, ঢাকা-তারাকান্দি-ঢাকা রুটে অগ্নিবীণা এক্সপ্রেস, রাজশাহী-চিলাহাটী-রাজশাহী রুটে তিতুমীর এক্সপ্রেস, চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে মহানগর এক্সপ্রেস, চট্টগ্রাম-ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে বিজয় এক্সপ্রেস, ঢাকা-নোয়াখালী-ঢাকা রুটে উপকূল এক্সপ্রেস, খুলনা-চিলাহাটি-খুলনা রুটে সীমান্ত এক্সপ্রেস, গোবরা-রাজশাহী-গোবরা রুটে টঙ্গীপাড়া এক্সপ্রেস।

এছাড়া ঢাকা-দেওয়ানগঞ্জ বাজার-ঢাকা রুটে জামালপুর কমিউটার ট্রেন চালানো হবে।

You must be Logged in to post comment.

    |     ভূঞাপুরে স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ কর্তন স্ত্রী গ্রেফতার     |     মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সকে আন্তর্জাতিক মানের করা হবে -আ.ক.ম মোজাম্মেল হক এমপি     |     মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার থাকতে হবে           —- রাণীশংকৈলে এমপি সুজন     |     রাণীশংকৈলে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত     |     ঝিকরগাছায় ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভা, চিত্র প্রদর্শনী ও দোয়া মাহফিল     |     ঝিকরগাছায় শব্দদূষণ বন্ধে অবস্থান কর্মসূচি ও ইউএনও’র নিকট স্মারকলিপি প্রদান     |     আটোয়ারীতে এমপি রেজিয়া ইসলাম এঁর মতবিনিময় সভা     |     গাংনীতে মুকুল সেবা সংস্থার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত     |     উপজেলা নির্বাচনে মেহেরপুর সদরে ৫ জন ও মুজিবনগরে ৪ জন মনোনয়ন পত্র জমা দিলেন     |