ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আর্চারির ১০ ইভেন্টের স্বর্ণ বাংলাদেশের

সাউথ এশিয়ান (এসএ) গেমসে আর্চারি ডিসিপ্লিনের ১০ ইভেন্টের সবগুলোর স্বর্ণ জিতেছে বাংলাদেশ। আর্চারি থেকে গতকাল ৬টি সোনার পদক আসে বাংলাদেশের ঘরে। আজ সোমবার (৯ ডিসেম্বর) প্রাপ্তির খাতায় যোগ হলো আরও চারটি। ফলে সব মিলিয়ে দক্ষিণ এশিয়ান গেমসের আর্চারিতে দশে দশই ঘরে তুললেন বাংলাদেশের আর্চাররা।

সোমা বিশ্বাস বলেন, আমি কবে স্যালুট যোগ্যতা অর্জন করবো, কারণ ঐ যোগ্যতা আমার এখনো হয়ে উঠেনি। এত তারাতারি যে এই যোগ্যতা আমার হবে তা আমি কখনও ভাবতেও পারিনি।

কম্পাউন্ড পুরুষ এককে সোহেল রানা হারিয়েছেন ভুটানের তানদিন দর্জিকে। ভারতহীন ডিসিপ্লিনে বাংলাদেশের আর্চারদের আধিপত্যের সামনে পাত্তাই পাননি কোনো প্রতিযোগী। প্রথম বাংলাদেশি হিসেবে এবারের গেমসে তৃতীয় স্বর্ণের দেখা পেলেন তিনি।

সোহেল রানা বলেন, স্বর্ণ যখন পেলাম আমি ভাষা হারিয়ে ফেলেছি। বাংলাদেশকে কিছু দিতে পেরে আমি অনেক আনন্দিত।

তবে সেটা একক কৃতিত্ব থাকেনি। ইতি খাতুন আর রোমান সানাও যোগ দিয়েছেন সেই তালিকায়। দুজনই রিকার্ভের ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জিতেছেন। রোমান হারিয়েছেন ভূটানের টি শারিং কিনলেকে। ইতি পেছনে ফেলেছেন ভুটানের দিমাকে। প্রথম সেট ড্র হলেও পরের তিন সেট জিতে নেন ইতি। তিনিও ধরে রাখতে পারেননি কান্না।

রোমান সানা বলেন, আসলে অনেক খুশির বিষোয় যে আমি ৩টা স্বর্ণ অর্জন করতে পেরেছি। এই আনন্দ ভাষায় প্রকাশ করার মত না। আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ পাকের অশেষ রহমত।

You must be Logged in to post comment.

গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |