ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আসন্ন পৌর নির্বাচন রহনপুরে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের দৌড়-ঝাপ শুরু

মোঃ শহিদুল ইসলাম, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ মহানন্দা ও পূনর্ভবা নদী সংলগ্ন রহনপুর পৌরসভা। ১৯৯৫ সালের ১ জানুয়ারী প্রতিষ্ঠিত হয় এ পৌরসভা। প্রতিষ্ঠিত হবার আগে গোমস্তাপুর ও রহনপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল। রহনপুর, হুজরাপুর, খয়রাবাদ ও প্রসাদপুর ৪টি মৌজা নিয়ে গঠিত হয় এ পৌরসভা। বর্তমানে রহনপুর পৌরসভা ‘ক’ শ্রেণীতে উন্নীত হয়েছে।
সম্প্রতি নির্বাচন কমিশন কর্তৃক দেশের মেয়াদউত্তীর্ণ পৌরসভার নির্বাচন আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠানের ঘোষনা আসার পর প্রার্থীরা এলাকায় নেমে পড়েছেন। বাড়ী বাড়ী গিয়ে ভোটারদের কাছে দোআ চাচ্ছেন। রাস্তাঘাট, দোকানপাট, মসজিদ, মন্দির, বিভিন্ন অনুষ্ঠানে কুশল বিনিময় করতে দেখা যাচ্ছে। এছাড়া নানা রকম প্রতিশ্রুতি ছুড়ে দিচ্ছেন। ভোটারদের নজর কাটতে নানা কৌশল অবলম্বনের চেষ্টা করতে দেখা যাচ্ছে। এছাড়া অনেক প্রার্থী আগে থেকে ব্যানার ফেস্টুন টাঙিয়ে রেখেছে। মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে পাড়া মহল্লার আনাচে কানাচে গিয়ে প্রতিদিন কুশল বিনিময় ও নিজেকে ভাল প্রার্থী হিসেবে দাবি করছে। দিনরাত তারা জনসংযোগ চালিয়ে যাচ্ছে।
এবার রহনপুর পৌরসভার মেয়র প্রার্থী দাবি করে আওয়ামীলীগ ও বিনপি’র একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশী।
সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে মাঠে ঘুরে বেড়াচ্ছেন সাবেক মেয়র গোলাম রাব্বানী বিশ্বাস, আওয়ামীলীগ নেতা জালাল উদ্দিন আকবর মুক্তি, জেলা পরিষদের সদস্য ও মহিলালীগ নেত্রী মিসেস হালিমা খাতুন, ১নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হাসান মুক্তা, যুবলীগ নেতা সেরাজুল ইসলাম টাইগার ও মতিউর রহমান খান মতি। অপরদিকে বিএনপির বর্তমান মেয়র তারিক আহমদকে গত ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা শেষে স্থানীয় সাংসদ আমিনুল ইসলাম দলীয় প্রার্থী হিসেবে উপস্থিত নেতা কর্মীদের মাঝে পরিচয় করিয়ে দেন। বিএনপি’র অপরাংশের সম্ভাব্য প্রার্থী হিসেবে বিএনপি নেতা ডাঃ মফিজ উদ্দিন, এনায়েত করিম তোকি ও সাবেক কাউন্সিলর আশরাফুল হক জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে হোমিও প্যাথিক চিকিৎসক জোহনা খাতুন ও নতুন নিবন্ধিত দল বাংলাদেশ কংগ্রেসের একজন মেয়র পদে প্রার্থী হবার সম্ভাবনা রয়েছে।
এছাড়াও কাউন্সিলর পদে প্রতিটি ওয়ার্ডে বর্তমান ওয়ার্ড কাউন্সিলর ছাড়াও সাবেক কাউন্সিলর ও কিছু নতুন মুখ পাড়ায়-মহল্লায় জনসংযোগ চালিয়ে যাচ্ছেন।
অন্যদিকে ভোটারদের আগ্রহের কমতি নেই। পাড়া- মহল্লা, চায়ের দোকানে পৌর নির্বাচনের গুঞ্জন জোড়েশোরে শুরু হয়েছে। এখন থেকে প্রার্থীদের হিসাব নিকাশ কষতে শুরু করেছে। তবে ভোটাররা এবার ভেবে চিন্তে যোগ্য প্রার্থীকে ভোট দিবেন বলে অভিব্যক্ত করেছেন।

You must be Logged in to post comment.

গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |