ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ইজার উদ্দীন আবারো পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড় জেলার আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইজার উদ্দীন ই-পুলিশিংয়ে আবারো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। ২০২১ সালের জানুয়ারি মাসের পারফর্মেন্স বিবেচনায় তাকে পঞ্চগড় জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। রবিবার (১৪ ফেব্রুয়ারি) পঞ্চগড় জেলা পলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে আটোয়ারী থানার ওসি মোঃ ইজার উদ্দীনের নাম ঘোষনা করেন এবং শ্রেষ্ঠত্ব অর্জনের সনদপত্র সহ পরস্কার আনুষ্ঠানিকভাবে হাতে তুলে দেন। এর আগে ২০২০ সনের আগস্ট মাসের পারফর্মেন্স বিবেচনায় তাকে পঞ্চগড় জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করে পুরস্কৃত করা হয়েছিল। এ পর্যন্ত আটোয়ারী থানার ওসি ইজার উদ্দীন ধারাবাহিক ভাবে তৃতীয়বারের মত পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন। জানাগেছে, ওয়ারেন্ট তামিল, উদ্ধার তৎপরতা, কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং, শান্তি- শৃঙ্খলা রক্ষা , জুয়া ও মাদক নিয়ন্ত্রণে প্রশংসনীয় ভুমিকা পালন সহ আটোয়ারী থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হওয়ায় ওসি মোঃ ইজার উদ্দীনকে এ পুরস্কারে ভুষিত করা হয়েছে। মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা এবং থানা সমুহের অফিসার ইনচার্জ(ওসি)গণ উপস্থিত ছিলেন। জানা যায়, মোঃ ইজার উদ্দীন ২০১৯ সালের নভেম্বর মাসের ০৫ তারিখে আটোয়ারী থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্বভার গ্রহন করেন। এরপর থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, কমিউনিটি পুলিশিং কার্যক্রমসহ নানা ধরনের জনসেবামুলক কাজ করে সর্বমহলে প্রশংসিত হয়েছেন। সচেতন মহলের মতে জেলা পুলিশের এহেন উদ্যোগ পুলিশ প্রশাসনকে আইন-শৃঙ্খলা রক্ষা কাজে আরো উৎসাহ সৃষ্টি করবে। ওসি ইজার উদ্দীন বলেন, শ্রেষ্ঠত্ব অর্জনে পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনামুলক পরামর্শ, আমার থানার পুলিশ অফিসার, পুলিশ কনস্টোবল,জনপ্রতিনিধি সহ সাংবাদিকদের অবদান রয়েছে। মোঃ ইজার উদ্দীন পঞ্চগড় জেলার তৃতীয়বারের মত শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় আটোয়ারী উপজেলা পরিষদ ও প্রশাসন, আটোয়ারী উপজেলা প্রেসক্লাব, আটোয়ারী প্রেসক্লাব সহ জনপ্রতিনিধিগণ শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন।

You must be Logged in to post comment.

গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |