ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ ইং | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ইতিহাস গড়ে বিশ্বজয় করলো যুবা টাইগাররা

ইতিহাস গড়ে বিশ্বজয় করলো বাংলাদেশের যুবা টাইগাররা। অধিনায়ক আকবর আলীর দায়িত্বশীল ব্যাটে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রথম শিরোপা জিতেছে বাংলাদেশ। টুর্নামেন্টের হট ফেভারিট চারবারের চ্যাম্পিয়ন ভারতকে ৩ উইকেটে হারিয়ে বিশ্ব আসরে প্রথম কোনো বড় শিরোপা জিতলো বাংলাদেশ।

১৭৮ টার্গেট তাড়া করতে নেমে ২৩ বল হাতে রেখে জয় নিশ্চিত করে আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ যুব দল। হাতে ছিলো ৩ উইকেট।

দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। মাত্র দুই রান করা দিভিয়ানস সাক্সেনাকে ফিরিয়ে শুরুতেই ব্রেক থ্রু আনেন অভিষেক দাস। এরপর ৯৪ রানের জুটিতে ভারতের ইনিংসের ভিত শক্ত করেন ইয়াশাসভি জেসওয়াল ও তিলক ভার্মা। ৩৮ রান করা তিলককে ফিরিয়ে জুটি ভাঙেন তানজিম হাসান সাকিব। প্রিয়ম গর্গও টেকেননি বেশিক্ষণ।

তবে অন্যপ্রান্তে স্বাচ্ছন্দে খেলতে থাকা ইয়াশাসভি জ্যাসওয়াল তুলে নেন হাফ সেঞ্চুরি। ব্যক্তিগত ৮৮ রানে জ্যাসওয়ালকে ফেরান শরিফুল ইসলাম। ঠিক পরের বলেই সিদ্ধেশ বীরকে ফিরিয়ে হ্যাটট্রিক সম্ভাবনা জাগান শরিফুল। তিনি হ্যাটট্রিক না পেলেও মাত্র ২১ রানে শেষ ৭ উইকেট হারায় ভারত। অলআউট হয় ১৭৭ রানে। অভিষেক দাস তিনটি এবং শরিফুল ও সাকিবের শিকার দুটি করে উইকেট।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে করতে নেমে শুরুটা ভালই করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার ইমন ও তানজিদ। খুব সহজেই তাঁরা সামলাচ্ছিলেন ভারতীয় বোলারদের। ম্যাচ যত এগিয়ে যাচ্ছিলো উইকেটও হয়ে উঠছিল সহজ। কিন্তু স্কোর বোর্ডে ৫০ রান তোলার পরে প্যাভিলিয়নে ফেরেন ১৭ রান করা তানজিদ। রাভি বিষ্ণইকে মারতে গিয়ে তানজিদ ফেরেন কার্তিক তিয়াগীর হাতে ক্যাচ দিয়ে।

বিষ্ণইর সেই শুরু, এরপর মাহমুদুল হাসান জয়কে (৮) তুলে নেয়ার পরের বলেই ফেরান তৌহিদ হৃদয়কে। শাহাদতকেও দাঁড়াতে দেননি। ১ রানেই তাকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন বিষ্ণই। অল্প সময়ের মধ্যেই চার উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দেন এ লেগস্পিনার।

সেখান থেকে পুরো দায়িত্বটা কাঁধে তুলে নেন অধিনায়ক আকবর আলী। কিন্তু তাকে সঙ্গ দিতে পারেননি শামিম হোসেন (৭) এবং অভিষেক দাস (৫)। ১০২ রানে ছয় উইকেট হারিয়ে ধুকতে থাকা বাংলাদেশের হয়ে হাল ধরতে ক্রিজে নামেন রিটায়ার্ড হার্ট হয়ে উঠে যাওয়া ওপেনার পারভেজ হোসেন ইমন। অবশেষে ৩ উইকেট হারে রেখেই জয়ের প্রান্তে পৌছে যায় বাংলাদেশ।

You must be Logged in to post comment.

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |     বিরলে দূর্নীতি প্রতিরােধ কমিটির ইফতার মাহফিল।     |     ঝিকরগাছায় পৌর মেয়রের ইফতারে জাতীয় সংসদ সদস্য ডা. তুহিন     |     ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন     |