ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইমরান সালেহ শাওন এর রচিত কাব্যগ্রস্থ ‘বুকের বাঁ পাশে’মোরেলগঞ্জ প্রেসক্লাবে হস্তান্তর

শেখ সাইফুল ইসলাম কবির:বাগেরহাটের মোরেলগঞ্জ প্রেসক্লাবে ইমরান সালেহ শাওন এর রচিত কাব্যগ্রস্থ ‘বুকের বাঁ পাশে ’ হস্তান্তর করা হয়েছে। মোরেলগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের কাছে এ কাব্যগ্রস্থটি হস্তান্তর করেন পিতা আবু সালেহ ।

কবি ইমরান সালেহ শাওন এর রচিত এটি প্রথম কাব্যগ্রস্থ । ২০২০ সালের মুজিব বর্ষের ডিসেম্বর মাসে এটি প্রকাশ হয়। কাব্যগ্রস্থটি প্রকাশক মেহেদী হাসান শোয়েব পাবলিক সৌরভ, ব্যবস্থাপক এসএম হযরত আলী, সহকারী ব্যবস্থাপক মুরাদ হোসেন, প্রচ্ছদ আহমেদ ইউসুব। ‘ভুল’ শিরোনামে প্রথম কবিতা সহ এতে ৮০ টি কবিতা রয়েছে।

ইমরান সালেহ্ শাওন মোরেলগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রধান শিক্ষক মো. আবু সালেহ্ ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার একমাত্র পুত্র। দুই ভাই বোনের মধ্যে সে জ্যেষ্ঠ। শাওন ২০০৩ সালে এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয় তেকে এসএসসি, ২০০৫ সালে এইচএসসি, ২০১১ সালে আশা বিশ^বিদ্যালয় থেকে মাকেটিং এ বিবিএ, ২০১৩ সালে জাহাঙ্গীর বিশ^বিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি একটি ব্যাংকে কর্মরত আছে। ছোট বেলা থেকেই তিনি লেখ ালেখির সাথে জড়িত। অনেক আঞ্চলিক ও জাতীয় পত্রিকায় তার কবিতা প্রকাশিত হয়েছে।

You must be Logged in to post comment.

গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |