ঢাকা, বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪ ইং | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

উত্তেজনার ম্যাচ রহমতগঞ্জ হারিয়ে ফাইনালে চট্টগ্রাম আবাহনী

ক্রীড়া ডেক্স : দাপুটে জয়ে রহমতগঞ্জকে হারিয়ে স্বাধীনতা কাপ ফুটবলের ফাইনালে বন্দরনগরীর ফুটবল ক্লাবটি । আজ মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে ১১ মিনিটেই এগিয়ে যাওয়ার প্রথম সুযোগটি পায় রহমতগঞ্জ। চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক আশরাফুল রানার গ্ল্যাভস থেকে বল বেরিয়ে যাওয়ার পর পেয়ে যান মোহাম্মদ হেলাল। কিন্তু এই ফরোয়ার্ড নিশানা ভেদ করতে পারেননি। পরের মিনিটেই বন্দর নগরীর দলটিকে হতাশ করেন জাফর ইকবাল। ডান দিক থেকে মিডফিল্ডার মোহাম্মদ আব্দুল্লাহ’র ক্রসে ফরোয়ার্ড জাফর ইকবালের ছোট ডি বক্সের ভেতর থেকে নেওয়া হেড লক্ষে থাকেনি।

ম্যাচের ৩৯ মিনিটে চট্টগ্রাম আবাহনীর ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরার একটি ক্রস রহমতগঞ্জের গোলরক্ষক গোলাম মোস্তফা প্রতিহত করতে ব্যর্থ হন। গোললাইন থেকে ডিফেন্ডার মোজাম্মেল নিরা হাত দিয়ে ফিরিয়ে দেন । সাথে সাথেই রেফারি সুজিত ব্যানার্জি চন্দন পেনাল্টির নির্দেশ দেন। আর তাতেই ক্ষিপ্ত হয়ে উঠেন পুরান ঢাকার দলটির ফুটবলাররা। এজন্য প্রায় দশ মিনিট বন্ধ থাকে খেলা।

খেলা শুরু হলে স্পট কিক থেকে গোল আদায় করে নেন শাখাওয়াত হোসেন রনি। এগিয়ে যায় চট্রগ্রাম আবাহনী।

দ্বিতীয়ার্ধে শুরু থেকেই গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে রহমতগঞ্জ। ম্যাচের ৭৩ মিনিটে পেনাল্টি পেয়েছিল কামাল বাবুর শিষ্যরা। ম্যাচে সমতা ফিরিয়ে আনার এ সুযোগটিও হাতছাড়া হয় পুরান ঢাকার দলটির। এবারও রহমতগঞ্জকে হতাশ করেন গোলরক্ষক রানা। মোহাম্মদ ইলিয়াসের স্পট কিক ডান দিকে ঝাঁপিয়ে পড়ে কর্ণারের বিনিময়ে রক্ষা করেন তিনি। এরপর আর গোলের সুযোগ না পেলেও টানা দ্বিতীয় হলুদ কার্ডের কারনে লাল কার্ডের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয় রহমতগঞ্জের ডিফেন্ডার অ্যানিকে।

 এমন উত্তেজনাকর সেমিফাইল জিতে স্বাধীনতা কাপ ফুটবলের ফাইনালে উঠেছে চট্টগ্রাম আবাহনী। এরি সাথে টুর্ণামেন্ট থেকে ছিটকে পড়েছে রহমতগঞ্জ।  আগামী ১০ ফেব্রুয়ারি ফাইনালে আরামবাগের মুখোমুখি হবে বন্দরনগরীর দলটি।

You must be Logged in to post comment.

বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |     গাংনীতে মুকুল সেবা সংঘের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে সামাজিক নিরাপত্তা র্কসূচীর আওতায় বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মাঝে এককালীন সরকারি অনুদানের চেক বিতরণ     |     বোদায় প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     ঘাটাইলে শিশু বাচ্চার লাশ উদ্ধার      |         |