ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

উদ্যোক্তা শিমুলের তৈরিকৃত টাইলস যাচ্ছে সারাদেশে

রবিউল এহ্সান রিপন, ঠাকুরগাঁও: মোস্তাফিজুর রহমান শিমুল, ঠাকুরগাঁও জেলা শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা। বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করে তিন বছর চাকরির পেছনে ছুটেছেন, সফল হননি। পাড়ি জমান প্রবাসে। কাজ করেছেন টাইলসের মাল্টিন্যাশনাল কোম্পানিতে। দেশে ফিরে অভিজ্ঞতা কাজে লাগিয়ে গড়ে তুলেছেন টাইলসের কারখানা। এখন তিনি সফলদের একজন।

তিনি বলেন, ‘লেখাপড়া করে শুধু চাকরির পেছনে ছুটলে চাকরিই সফলতা এনে দেবে, এমন ভাবাটা ভুল। লেখাপড়া শেষ করে নিজের মেধা আর পরিশ্রমকে কাজে লাগিয়ে চাইলে অন্যভাবেও সফল হওয়া যায়। তৈরি করা যায় কর্মসংস্থান।’

ঠাকুরগাঁও শহরের শান্তিনগর এলাকায় গড়ে তুলেছেন বøক পার্কিং টাইলসের কারখানা। ছোট পরিসরে হলেও কারখানায় উঁকি দিচ্ছে বিরাট সম্ভাবনা। বিপুল কর্মসংস্থানের সুযোগ হওয়াটা এখন শুধু সময়ের ব্যাপার।

শিমুলের তৈরি টাইলস এখন নিজ জেলার গন্ডি পেরিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। ব্যবসা শুরুর ৮ মাসেই পাওয়া ব্যাপক সাফল্য আজ হাসি ফুটিয়েছে অনেকের মুখে। আর চাকরির পেছনে ছোটেন না শিমুল। তিনি চাকরি দিচ্ছেন।

শিমুল বলেন, ‘২০১১ সালে বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করে ৩ বছর চাকরির পেছনে ছুটেও লাভ হয়নি। এমন শিক্ষিত বেকার থাকাটাই নিজের কাছে নিজেকে বোঝা বলে মনে হচ্ছিল। তাই শেষে হতাশ হয়ে ২০১৫ সালে প্রবাসে চলে যাই। কাতারের একটি মাল্টিন্যাশনাল পার্কিং টাইলসের কোম্পানিতে চাকরি করতাম।’

তিনি আরও বলেন, ‘আমি সেই টাইলসের কোম্পানিতে প্রায় ৩ বছর কাজ করেছি। খেয়াল করি যে, কারখানায় তৈরি পার্কিং টাইলসে ব্যবহৃত প্রধান কাচামাল সিমেন্ট, বালু ও নুড়ি পাথর। আমাদের দেশে তথা নিজ এলাকাতেই বেশ সহজলভ্য এই কাঁচামাল। ছোট আকারে শুরু করতে পুঁজিও তেমন লাগছে না। তখনই দেশে ফিরে এমন একটি কারখানা গড়ে তোলার সিদ্ধান্ত নেই।’

২০১৯ সালে দেশে ফিরেই এই কারখানা দেওয়ার পরিবেশ যাচাই করতে থাকেন শিমুল। দেশের বিভিন্ন স্থানে গড়ে ওঠা পার্কিং টাইলসের কারখানা ঘুরে দেখেন। বাজারে চাহিদা বোঝার চেষ্টা করেন। এতে কাতারভিত্তিক প্রযুক্তি দেশের জন্য সঠিক বলে মনে হয় তার।

শিমুল বলেন, ‘২০২০ সাল থেকে কারখানা দেওয়ার প্রস্তুতি শুরু করে ৩ লাখ টাকা পুঁজি নিয়ে ২০২১ এর ১ জানুয়ারিতে বাণিজ্যিকভাবে উৎপাদ শুরু করি পার্কিং টাইলস। নিজ জেলায় ব্যাপক সাড়া পাই। আস্তে আস্তে পার্শ্ববর্তী জেলায় যাওয়া শুরু করে আমার পণ্য। তবে, এখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অর্ডার পাচ্ছি।’

পার্কিং টাইলসের কারখানায় কর্মরত শ্রমিক চান মিয়া শারীরিকভাবে দুর্বল হওয়ায় তার আগের পেশা রিকশা চালাতে বেশ কষ্ট হতো। তিনি বলেন, ‘এক বন্ধুর কাছ থেকে জানতে পেরে আমি শিমুল ভাইয়ের কারখানায় কাজ নিয়েছি। হালকা কাজে ভালো পারিশ্রমিক পেয়ে আমার মতো বাকিরাও বেশ খুশি।’

প্রথমে একজন শ্রমিককে কাজ শিখিয়ে তাকে নিয়ে পথচলা শুরু শিমুলের। এখন এই কারখানায় ১৭ জন শ্রমিক কাজ করছেন। ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ শুরু করবেন।

শিমুলকে সরকারিভাবে সহযোগিতা করে তার কাজে উৎসাহ দেওয়া প্রয়োজন বলে জানান ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের পরিচালক মামুনুর রশিদ। তিনি বলেন, ‘শিমুলের মাধ্যমে বৃহত্তম কর্মসংস্থান সৃষ্টির সুযোগ রয়েছে। তার সফলতা অন্য তরুণদের উদ্যোক্তা হতে উৎসাহী করবে।’

ঠাকুরগাঁও বিসিক শিল্প নগরীর উপ-ব্যবস্থাপক মো. নুড়েল হক বলেন, ‘আমরা চাই ভালো ভালো উদ্যোক্তা সৃষ্টি হোক। শিমুলের উদ্যোগ বেশ সম্ভাবনাময়। তার যে কোনো সহযোগিতায় আমরা পাশে আছি।’

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |