ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

করোনা ও বন্যায় হুমকির মুখে টাঙ্গাইলের তাঁতশিল্প

আঃ রশিদ তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধিঃ করোনা পরিস্থিতি ও ভয়াবহ বন্যায় টাঙ্গাইলের তাঁত শিল্প হুমকির মুখে পড়েছে। ভয়াবহ বন্যায় তাঁত ঘর তলিয়ে তাঁতের মূল্যবান যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে। তাঁত মালিকদের আর্থিক ক্ষতির পাশাপাশি হাজার হাজার শ্রমিক বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছেন। এঅবস্থায় সরকারি সহায়তা চান তাঁত মালিকরা।
টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাথুলী সাদী এলাকার তাঁত মালিক বাদল মিয়া। বিভিন্ন এনজিও এবং ব্যাংক থেকে ঋণ নিয়ে বাড়িতে ২৫টি তাঁত গড়ে তুলেন। গত ৪ মাস যাবৎ করোনা পরিস্থিতিতে কাপড় উৎপাদন বন্ধ রয়েছে।
এর মধ্যেই ভয়াবহ বন্যায় ১ মাস যাবৎ তাঁতগুলো পানিতে তলিয়ে নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ। তার দাবি, পুনরায় কাপড় উৎপাদন করতে প্রতিটি তাঁতে ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ করতে হবে।
তাঁত মালিক বাদল মিয়া বলেন, ২৫ টা তাঁতে কমপক্ষে ৪ থেকে ৫ লাখ টাকা মেরামত করতে লাগবে।বাদল মিয়ার মতো টাঙ্গাইলের বাসাইল, কালিহাতি, দেলদুয়ার, ভূঞাপুর ও টাঙ্গাইল সদর উপজেলার হাজার হাজার তাঁত মালিকেরও একই অবস্থা। বেশিরভাগ তাঁতঘরই পানিতে তলিয়ে। এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি প্রণোদনার দাবি তাঁত মালিকদের।
বিভিন্ন তাঁত মালিকরা বলেন, গরীব তাঁতিরা কাজ করতে পারছে না, ঘরে পানি উঠে গেছে। টাঙ্গাইলের তাঁতশিল্পকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে হলে এখানে প্রচুর পরিমাণ সরকারি প্রণোদনা ছাড়া আমাদের তাঁতশিল্পকে আমরা বাঁচিয়ে তুলতে পারবো না।
এদিকে শ্রমিকরা গত ৫ মাস ধরে কর্মহীন হওয়ায় পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
কর্মহীন একজন শ্রমিক বলেন, রুজিরোজগার করে যা আয় উপার্জন ছিলো সেটুকু সব শেষ হয়ে গেছে। এখন টাকা ও নেই আমরা না খেয়ে থাকি। যেখানে আমরা ৩ বেলা খেতাম সেখানে আমরা এখন ১ বেলা অথবা ২ বেলা খেয়ে বেঁচে আছি।
টাঙ্গাইল তাঁত বোর্ডের লিয়াঁজো অফিসার জানান, ক্ষতিগ্রস্ত তাঁত মালিকদের তালিকা তৈরি করা হয়েছে।
বাংলাদেশ তাঁত বোর্ড, টাঙ্গাইলের লিয়াজো অফিসার রবিউল ইসলাম বলেন, ‘যারা তাঁতিগন রয়েছেন তারা বাংলাদেশ তাঁত বোর্ড থেকে ঋণ নিয়ে যদি খুব দ্রুতই আবারো ঘুরে দাঁড়াতে পারেন সেক্ষেত্রে আমাদের সবরকমের চেষ্টা অব্যাহত থাকবে।’ জেলায় মোট ২৫ হাজার তাঁত রয়েছে আর এতে প্রায় ১ লাখ শ্রমিক কাজ করেন।

You must be Logged in to post comment.

গাংনীতে অগ্নিকান্ডে কৃষকের গম ক্ষেত পুড়ে ছাই।     |     লালমনিরহাটে মাদরাসার নিয়োগ বানিজ্যের অভিযোগ     |     গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |