ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা পরিস্থিতির কারনে উৎসবে ভাটা রূপসায় ৫টি ইউনিয়নের ৭২টি মন্দিরে দূর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন

খান আ: জব্বার শিবলী রূপসা প্রতিনিধি: হিন্দু সম্প্রদায়ের সর্ব বৃহৎ দূর্গোৎসব শ্রী শ্রী দূর্গাপূজা আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষ্যে রূপসা উপজেলার ৫ টি ইউনিয়নের ৭২ টি পূজা মন্দিরে ইতিমধ্যেই প্রতিমা তৈরীর কাজ সম্পন্ন হয়েছে। চলছে সাজসজ্জা ও কারিগরের নিপুন হাতের শৈল্পিক নিখুত কর্মকান্ড। ৭২ টি পূজা মন্দিরের পূজাকে সামনে রেখে হিন্দু সম্প্রদায়ের মধ্যে চলছে জাকজমক এবং আনন্দঘন পরিবেশ। সারাদেশে করোনা পরিস্থিতির কারনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রিয় কার্যকরী সংসদের নির্দেশনা এবং সরকারী নির্দেশনা মোতাবেক এ বছর দূর্গাপূজা হবে কিছুটা অনাড়াম্বর পরিবেশে। সূত্রমতে কোন মন্দিরে মাইক, বড় ধরনের লাইটিং, কোন ধরনের মেলা/ জনসমাগম, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় যাত্রাপালা, বড় ধরনের প্যান্ডেল এবং সাজসরঞ্জাম করা যাবে না। প্রতিটি মন্দিরে স্বাস্থ্য বিধি মেনে পূজার আয়োজন করতে হবে। মন্দিরে প্রবেশের সময় প্রত্যেকের মুখে মাস্ক পরতে হবে। এদিকে উপজেলার ৭২ টি মন্দিরে দূর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে সু-সম্পন্নের লক্ষ্যে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, স্থানীয় ক্যাম্প পুলিশ এবং আনসার ভিডিপি বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহন করেছে। এ বছর সরকারী নির্দেশনা মোতাবেক কোন মন্দিরে স্থায়ী ভাবে আনসার/ পুলিশ নিয়োগ না দিলেও পুলিশ, আনসারদের সমন্বয়ে প্রতিটি ইউনিয়নে ১ টি করে মোবাইল টিম টহলরত অবস্থায় থাকবে বলে রূপসা থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন নিশ্চিত করেছেন। তাছাড়া উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন জানান, করোনা ভাইরাসের কারনে এ বছর প্রতিটি মন্দিরে সীমিত উৎসবের মধ্যে দিয়ে পূজা অনুষ্ঠিত হবে এবং পূজা পরিষদের নেতৃত্বে সার্বক্ষনিক পূজা মনিটরিং করার লক্ষ্যে ভ্রাম্যমান টিম গঠন করা হয়েছে। অপরদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পূজাকে ঘিরে নিরাপত্তা সহ সার্বিক সহযোগিতা করার লক্ষ্যে ১৫ জন কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করা হয়েছে। সূত্রমতে আইচগাতী ইউনিয়নে প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তরফদার সাইফুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, শ্রীফলতলা ইউনিয়ন সহকারী মৎস্য কর্মকর্তা সরদার জুলফিকার আলী, নৈহাটি ইউনিয়নে সহকারী প্রোগ্রামার মো. রেজাউল করিম, নির্বাচন কর্মকর্তা মোল্লা নাসির আহম্মেদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, টিএসবি ইউনিয়নে কৃষি অফিসার মো. ফরিদুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা (ইউএনও অফিস) শেখ জাকির হোসেন এবং ঘাটভোগ ইউনিয়নে যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবু বকর মোল্লা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুল বসির খান, সহকারী শিক্ষা কর্মকর্তা এস এম মতিয়ার রহমান, ইউআরসি ইন্সট্রাক্টর মোসলেম আলী, বন কর্মকর্তা এইচ এম মুজিবুর রহমান, শিক্ষা কর্মকর্তা শেখ আ: রব, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন কে সার্বক্ষনিক মনিটরিং করার জন্য দায়িত্ব প্রদান করা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার জানান। তিনি আরো জানান, পূজাকে ঘিরে কোথাও কোন উশৃঙ্খলা বা নাশকতার চেষ্টা করলে তাৎক্ষনিক ভাবে দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করা হবে। এদিকে খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী হিন্দু সম্প্রদায়ের এ সর্ববৃহৎ দূর্গোৎসব যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে পালিত হয় সে জন্য দায়িত্বপ্রাপ্ত ভিজিলেন্স টিমের কর্মকর্তাদের সার্বক্ষনিক দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা প্রদান করেছেন। সর্বপরি দূর্গাপূজা সুষ্ঠু এবং শান্তিপূর্ন ভাবে সম্পন্ন করতে র‌্যাব-৬, গোয়েন্দা পুলিশ এবং থানা পুলিশের একটি বিশেষ টিম সার্বক্ষনিক ভাবে কাজ করবে বলে জানাগেছে।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |