ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ ইং | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কলারোয়ায় ইউপি চেয়ারম্যান ও এক স্কুলের শিক্ষকসহ ১৭জনের বিরুদ্ধে প্রতারনার মামলা

কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ কলারোয়ায় ইউপি চেয়ারম্যান ও এক স্কুল শিক্ষকসহ ১৭জনের বিরুদ্ধে প্রতারনার অভিযোগে মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের পানিকাউরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে। মামলার বিবরণে ও মামলার বাদী ওই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য রুমি খাতুন বুধবার (২৫নভেম্বর) বিকালে জানান-ওই স্কুলের শরীর চর্চা শিক্ষক আলমগীর কবীর গত ২৫সেপ্টেম্বর-১৯সালে স্কুলে তার পদ থেকে পদত্যাগ করেন। এর পর তিনি ২৬ সেপ্টেম্ব-১৯ তারিখে একই স্কুলে সহকারী প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন। কিন্তু অদ্যবধি তার ওই পদে বেতন-ভাতাদি হয়নি। সে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আসলামুল আলম আসলাম, প্রধান শিক্ষক মমিনুর রহমান এর সাথে যোগ সাজসে পূর্বের স্কেলের বেতন ভাতাদি তুলছেন। প্রতারনা করে সে দীর্ঘ ১৩মাস ধরে এই অবৈধ ভাবে বেতন তুলে আসছেন। এতে করে সকারের প্রায় সাড়ে ৩লাখ টাকার ক্ষতি হয়েছে। আদালতে সকল ঘটনার বিষয় তুলে ধরে মামলার বাদী ১৭জনের নাম উল্লেখ্য করে সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেন। যার মামলা দেং-নং-৭৬/২০২০ইং। অন্যদিকে অনিয়মতান্ত্রিক ভাবে পানিকাউরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে দাতা সদস্য ও ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন হওয়ায় যুগ্ম জেলা জজ আদালতে ইব্রাহিম গাজী বাদী হয়ে দেং-৪৪/২০২০ মোকদ্দামা দায়ের করেছেন।

You must be Logged in to post comment.

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |     বিরলে দূর্নীতি প্রতিরােধ কমিটির ইফতার মাহফিল।     |     ঝিকরগাছায় পৌর মেয়রের ইফতারে জাতীয় সংসদ সদস্য ডা. তুহিন     |     ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন     |