ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ ইং | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কলারোয়ায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির। শনিবার(২৪অক্টোবর) বেলা ১১টার দিকে থানার গোলচত্বরে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কলারোয়া প্রেসক্লাব, পৌর প্রেসক্লাব, সাংবাদিক পরিষদ, রিপোর্টার্স ক্লাব সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকরা এতে অংশ নেন। কলারোয়া থানায় অফিসার ইনচার্জ পদে যোগদানের পরদিন সাংবাদিকদের সঙ্গে বসলেন মীর খায়রুল কবির। এসময় তিনি বলেন, ‘আমি সাধারণ মানুষকে উপকার করতে না পারলেও আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্থ হবে না। নির্লোভ, মানবিক ও আস্থার পুলিশি সেবা দিতে আমরা বদ্ধপরিকর। থানার কোন অফিসার বা পুলিশ সদস্য যদি ইচ্ছাকৃত কোন অন্যায়-অনিয়ম করেন তাহলে হয় সে থানায় থাকবে নয়তো আমি থাকবো। তিনি আরো বলেন, পুলিশ ও সাংবাদিক পরস্পরের সঙ্গে সম্পর্কিত। আপনারা যে কোন তথ্য জানাবেন, আইনশৃঙ্খলা সমুন্নত রাখার দায়িত্ব আমাদের। সাধারণত মফস্বলের সাংবাদিকতা পেশা নয়, নেশা। পেশা হিসেবে নিতে গেলে অর্থনৈতিক বিপথগামী হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়। সুতরাং সৎপথে থেকে সমাজের দর্পণ হওয়া বাঞ্ছনীয়। কলারোয়া প্রেসক্লাবের (১) সভাপতি অধ্যাপক এমএ কালাম, সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহমেদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, পৌর প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী, কলারোয়া প্রেসক্লাবের (২) সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সহকারী প্রধান শিক্ষক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সহ সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, কোষাধ্যক্ষ এম এ সাজেদ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জাহাঙ্গীর আলম লিটন, আকবার আলী, তরিকুল ইসলাম, রাজু আহমেদ, তারিকুল ইসলাম, সেলিম হোসেনসহ প্রমুখ সাংবাদিকগণ সেসময় উপস্থিত ছিলেন। সাংবাদিকদের পক্ষ থেকে নবাগত ওসি মীর খায়রুল কবিরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র পাল, থানার এসআই ইস্রাফিল হোসেনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন থানার এসআই হামিদুল ইসলাম।

You must be Logged in to post comment.

গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |