ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ ইং | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কলারোয়া প্রাণীসম্পদ অফিসের অফিস সহকারীর মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা

জুলফিকার আলী,কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়া উপজেলা প্রাণীসম্পদ অফিসের অফিস সহকারী আলমগীর কবির (৫০) কে ঝাপাঘাট পাকা ব্রীজ এলাকার ফাঁকা রাস্তায় গতিরোধ করে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করেছে ৩যুবক। এঘটনায় শুক্রবার সকালে কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার হুলহুলিয়া গ্রামের মৃত আরমান আলী বিশ^াসের ছেলে আলমগীর কবির কলারোয়া প্রাণীসম্পদ অফিসের অফিস সহকারী হিসাবে চাকুরি করেন। গত ২৭ অক্টোবর-২০ সকাল ১১টার দিকে তিনি প্রাণীসম্পদ অফিসের মেইন গেটে এসে দেখেন যে, উপজেলার গণপতিপুর গ্রামের সামছুদ্দীন গাজীর ছেলে ফারুক হোসেন (৩৫) যত্রতন্ত্র ভাবে তার ব্যবহৃত মোটরসাইকেলটি রাখে। এতে তিনি ওই যুবককে মেইন গেইট থেকে মোটরসাইকেলটি সরিয়ে নিয়ে যেতে বলেন। এই কথা বলাতে সে ক্ষিপ্ত হয়ে অশ্লীলন ভাষায় গালিগালাজ করে। এসময় তাকে বলা হয় ভাই আজ আমাদের অফিসে উর্দ্ধতন কর্মকর্তাদের আসার কথা রয়েছে আপনি মোটরসাইকেলটি একটু সরিয়ে নিয়ে যান। একথা বলাতে সে আমাকে চরমভাবে অপদস্ত করে হুমকি-ধামকি দিয়ে চলে যায়। এর পর ১২নভেম্বর-২০তারিখ আমি আলমগীর কবির আমার অফিস শেষে বাড়ীতে ফেরার পথে বিকাল ৫টার দিকে উপজেলার ঝাপাঘাট পাকা ব্রীজের সন্নিকটে ফাকা রাস্তায় পৌছানো মাত্র আমার চলন্ত মোটরসাইকেলে ওই যুবক লাথি মারে। রাস্তায় ফেলে বেধড়ক মারপিট করে নিলাফোলা জখম করে। মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার চেষ্টাকালে তিনি ডাকচিৎকারে পাশ^বর্তী তৌহিদুল ইসলাম, হাফিজুর রহমান, শাহিনুজ্জামান এগিয়ে আসলে ফারুক হোসেন সহ তারা ৩বন্ধু দ্রুত ঘটনা স্থান ত্যাগ করে চলে যায়। সেখান থেকে তিনি কোন রকম প্রাণে বেচে গেছেন। এসব ঘটনা উল্লেখ্য করে তিনি কলারোয়া থানায় ফারুক হোসেনসহ অজ্ঞাতনামা ৩জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেছেন।

You must be Logged in to post comment.

বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |     বিরলে দূর্নীতি প্রতিরােধ কমিটির ইফতার মাহফিল।     |     ঝিকরগাছায় পৌর মেয়রের ইফতারে জাতীয় সংসদ সদস্য ডা. তুহিন     |     ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন     |     পবিত্র মাহে রমজান উপলক্ষে মাদারীপুর কে.আই হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প     |     একের পর এক মরছে গরু, সীমান্তে আতঙ্কে দুই গ্রামের মানুষ     |