ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কালিহাতীতে করোনাকালে জমজমাট জুয়ার আসর

আ: রশিদ তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধি: করোনার সংক্রমণ প্রতিরোধে কঠোর লকডাউনেও টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় জমজমাট জুয়ার আসর চলছে। উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের বেলটিয়া খেয়া ঘাটের পাশে প্রতিদিন দুপুর ২টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ওই জুয়ার আসর চালানো হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বেলটিয়া গ্রামের রশিদ প্রামাণিকের ছেলে জয়নাল প্রামাণিক ও জোকারচরের মৃত আফছার আলীর ছেলে কদম আলী ওই জুয়ার আসরের প্রধান উদ্যোক্তা। তারা বিভিন্ন এলাকার জুয়াড়িদের খবর দিয়ে এনে জুয়ার আসর পরিচালনা করে থাকেন। জেলার ধনাঢ্য ও পেশাদার জুয়াড়িরা ওই আসরে অংশ নিয়ে থাকেন। বিভিন্ন এলাকার জুয়াড়িদের সরব পদচারণায় আকৃষ্ট হয়ে স্থানীয় তরুণ-যুবকরাও ওই আসরে অংশ নিচ্ছে। তারা জুয়ার টাকা জোগার করতে ছোটখাট চুরি-ছিনতাইয়ে জড়িয়ে পড়ছে। ফলে স্থানীয় পর্যায়ে অপরাধ প্রবণতা বাড়ছে।

স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করে জানান, জয়নাল ও কদম আলী জেলার চিহ্নিত জুয়াড়ি। তারা মগড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাথে যোগাযোগ রক্ষা করে জুয়ার আসর চলাচ্ছে। জুয়ার আসর চালাতে তারা একটি সিন্ডিকেট গঠন করেছে। ওই সিন্ডিকেট জুয়ার আসরের নিরাপত্তায় নিয়োজিত থাকে। তাছাড়া জুয়ার আসরকে কেন্দ্র করে ওইস্থানে অস্থায়ী দোকানপাটও বসানো হয়েছে। জুয়াড়িদের সিন্ডিকেটের ভয়ে স্থানীয়রা মুখ খুলতে সাহস পায়না।

গোহালিযাবাড়ী ইউপি চেয়ারম্যান মো. হযরত আলী তালুকদার জানান, অসুস্থ থাকায় তিনি সাময়িকভাবে এলাকার প্রত্যন্ত অঞ্চলের খবর রাখতে পারছেন না। জুয়ার আসর চালানো হলে অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনা দরকার।

এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, তিনি এ বিষয়ে কিছু জানেন না। খোঁজ নিয়ে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহন করবেন

You must be Logged in to post comment.

গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |