ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ক‌রোনা: রমে‌কে নমুনা পরীক্ষায় নতুন করে ৩৭ জন আক্রান্ত

এম.এ.শাহীন, রংপুর: রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে ৩৭ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরে ৩০ জন, গাইবান্ধায় ৫ জন, লালমনিরহাটে ১ জন ও ময়মনসিংহের ১ জন রয়েছেন।
রংপুর জেলায় নতুন আক্রান্তরা হলেন, রংপুর তাজহাট থানার ৬ পুলিশ সদস্য, যাদের বয়স ৩৫ থেকে ২১ বছরের মধ্যে। রংপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখা, ট্রাফিক বিভাগসহ ৬ পুলিশ সদস্য, যাদের বয়স ২৫ থেকে ৪৪ বছরের মধ্যে।রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক পুরুষ (৫৪), ঠিকাদারপাড়ার এক পুরুষ (৫৫), মাহিগঞ্জের এক বৃদ্ধ (৬০), গোবিন্দগঞ্জ বুজরুক বোয়ালিয়ার এক পুরুষ (৩৪), সুন্দরগঞ্জের এক পুরুষ (৫০), গাইবান্ধা সদরের এক নারী (৩২), আরটিআই কর্ণারে চিকিৎসাধীন সুলতান মোড়ের এক নারী (৩৭), রংপুর জর্জ কোর্টের এক যুবক (২৬), রংপুর সিভিল সার্জন অফিসে সংযুক্ত ময়মনসিংহের কালিপুর বাজারের এক পুরুষ (৩০), সার্কিট হাউজ লেনের এক যুবক (২৭), ডিসিএ ট্রেজারী চালান শাখার এক পুরুষ (৩২), রংপুর সিটি কর্পোরেশনের এক নারী (৪২), মন্ডলপাড়ার এক পুরুষ (৫৭), আলমনগরের এক বৃদ্ধা (৬৪), এক নারী (২৭), শালবনের এক কিশোর (১৫), গুপ্তপাড়ার এক পুরুষ (৪০), বর্ধনকুঠির রোডের এক পুরুষ (৫৮), কেরানীপাড়ার এক পুরুষ (৩১), সেনপাড়ার এক পুরুষ (৩০), মিঠাপুকুর জায়গীরহাটের এক পুরুষ (৪২), গঙ্গাচড়া সমাজসেবা কার্যালয়ের এক পুরুষ (৫১)।গাইবান্ধা জেলায় নতুন আক্রান্তরা হলেন, সাদুল্ল্যাপুর উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক পুরুষ (৪৫), সাদুল্ল্যাপুর জামালপুরের এক নারী (৩২)।এছাড়া লালমনিরহাট কালিগঞ্জ কাশিরামের এক পুরুষ (৩৮) নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।মঙ্গলবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত ব্যক্তিরা শনাক্ত হয় । এতথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু।রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৪৮৭ জন। সুস্থ্য হয়েছেন ১ হাজার ৯৮০ জন ও মারা গেছেন ৩৯ জন।

You must be Logged in to post comment.

গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |