ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খালেদা জিয়া ন্যূনতম আইনি সুবিধাও পাচ্ছেন না : ফখরুল

কারাবন্দী হওয়ার পর দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আইনি ন্যূনতম সুযোগ-সুবিধাও পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার সকালে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এই অভিযোগ করে বলেন, কর্ম দিবস পাঁচ দিনের মধ্যে বিচারের রায়ের কপি দেবার কথা সেটা এখন পর্যন্ত দেয়া হয়নি। তিনি বলেন, আজকে তাকে একটি নির্জন কারাগারে অন্ধ প্রকোষ্ঠে রাখা হয়েছে। যা কোনো মতেই এই স্বাধীন দেশের আইনের মধ্যে পড়ে না। সরকার বিভাগকে সম্পূর্ণ দলীয়করণের মধ্য দিয়ে দেশনেত্রীকে অন্যায়ভাবে সাজা দেবার পরে তারা এখন আইনের ন্যুনতম যে সুযোগ-সুবিধা আছে, যে বিধান আছে সেগুলো পর্যন্ত তারা পালন করছে না। খালেদা জিয়াকে ভয় পায় বলেই সরকার আগামী নির্বাচনে নীল নকশা বাস্তবায়ন করতেই তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাবন্দি করেছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব।জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে কারাগারে বন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই মানববন্ধন হয়। সকলকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হবার আহবান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যার বয়স ৭৩ বছর যিনি তার সমস্ত রাজনৈতিক জীবনটাই এদেশের জনগণের অধিকারের জন্য, ভোটের অধিকারের জন্য, তাদের বাঁচার অধিকারের জন্য সংপ্রাম করেছেন, লড়াই করেছেন। জীবনের শেষ সায়াহ্নে এসে যিনি কোনোদিন অন্যায়ের সঙ্গে, স্বৈরাচারের সঙ্গে, ফ্যাসিবাদের সঙ্গে আপোস করেননি। সেই নেত্রীকে আজকে তারা আটকে রেখেছে। দেশ এবং খালেদা জিয়া, গণতন্ত্র এবং খালেদা জিয়া-এই দুইটা একাকার হয়ে গেছে। তাই দেশনেত্রীকে আমাদের সমস্ত শক্তি দিয়ে, জনগণের শক্তি দিয়ে মুক্ত করে আনতে হবে। আসুন তার মুক্তির দাবিতে আমরা সোচ্চার হই। তাকে আন্দোলনের মধ্য দিয়েই আমরা মুক্ত করে নিয়ে আসবো ইনশাল্লাহ।প্রশ্নপত্র ফাঁস রোধে ব্যর্থতা, আর্থিকখাতে দুর্নীতিসহ সর্বক্ষেত্রে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে ধরেন বিএনপি মহাসচিব বলেন, এদেশে সরকার নৈরাজ্য সৃষ্টি করেছে। আজ ব্যাংকিং ব্যবস্থা ধবংস হয়ে পড়ছে। শেয়ার মার্কেট ধবংস হয়ে গেছে। কোথাও কোনো বিচার নেই, সেগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় না। আজকে দেশে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে যাচ্ছে তাদের কোনো বিচার হয় না। কারণ এর সাথে সরকার জড়িত রয়েছে।তিনি বলেন, চলমান পরিস্থিতি থেকে উত্তরণে একটি অবাধ ও সুষ্ঠুনির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই। প্রতিটি দেশপ্রেমিক, গণতান্ত্রিক মানুষের দায়িত্ব সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই যে ফ্যাসিস্ট সরকার যারা দেশের মানুষের বুকে পাথরের মতো চেপে বসেছে, তাদের অপসারণ করতে হবে। দেশে গণতন্ত্রের মুক্ত বাতাস বইতে হবে। একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মধ্য দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করে দেশে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী কারাগারে যাবার সময়ে যে কথা বলে গেছেন যে, আপনারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করবেন, অবিচল থাকবেন, মাথা নত করবেন না এবং শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে এর প্রতিবাদ জানাবে, আন্দোলন করতে থাকবে। পৃথিবীর ইতিহাস বলে এভাবে অন্যায় করে নিপীড়ন-নির্যাতন করে কোনো দিনই টিকে থাকা যায় না। সর্বত্র তারা স্টিমরোলার চালাচ্ছে।

You must be Logged in to post comment.

গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |