ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনা শহরের প্রবেশদ্বার রূপসা খানজাহান আলী সেতু পদ্মা সেতু চালু হলেই বদলে যাবে খুলনার দৃশ্যপট

খান আ: জব্বার শিবলী: রূপচাঁদ সাহার কাটা খালটি আজ রূপসা নদীতে পরিণত হয়েছে। এ কারণে রূপসাবাসী খানজাহান আলী সেতুকে আঞ্চলিক ভাবে রূপসা সেতু বলেও ডেকে থাকে । খানজাহান আলী সেতু রূপসা নদীর উপর নির্মিত একটি সেতু। এটি রূপসা সেতু নামেও পরিচিত। খুলনা শহরের প্রবেশদ্বার হচ্ছে রূপসা খানজাহান আলী সেতু যা চালু হয়েছিল ২১ মে ২০০৫ সালে। এই সেতুর বিশেষ বৈশিষ্ট্য হলো দুই প্রান্তে দুটি করে মোট চারটি সিড়ি রয়েছে যার সাহায্যে মূল সেতুতে উঠা যায়। প্রতিদিন বিনোদনের খোরাক মেটাতে প্রচুর দর্শনার্থী সেতুটি পরিদর্শন করতে আসে। বিকেল থেকে গভীররাত পর্যন্ত সেতুটিতে দর্শনার্থীরা দুই পাড়ে আড্ডা দেন। খান জাহান আলী সেতু রক্ষণাবেক্ষনের দায়িত্ব বাংলাদেশ সেতু উন্নয়ন কর্তৃপক্ষ। যার দৈর্ঘ্য ১.৬০ কি.মি. প্রস্থ ১৬.৪৮ মি.। এ সেতুর গুরুত্ব অপরিসীম। পদ্মা সেতু নির্মান হলে মাত্র ৩ঘন্টায় খুলনা থেকে রাজধানী শহর ঢাকায় পৌছানো সম্ভব হবে। তাই খুলনাসহ বিভিন্ন এলাকায় ব্যবসায়ীরা বিভিন্ন কলকারখানা প্রতিষ্ঠাসহ শিল্প প্রতিষ্ঠান নির্মানে মরিয়া হয়ে উঠেছে। পদ্মা সেতু নির্মান হলে রূপসা ব্রিজের গুরুত্ব ও গাড়ি পারাপারের সংখ্যা হাজার গুনে বৃদ্ধিপাবে। অপরদিকে মংলা সমুদ্র বন্দর থেকে বৈদেশিক আমদানিকৃত সকল মালামাল রূপসা সেতু হয়ে খুলনায় প্রবেশ করে থাকে। এ কারনে রূপসা সেতুই একমাত্র প্রাচীন থেকে আধুনিক খুলনা শহরের প্রবেশদ্বার। রূপসা নদীতে এর পূর্বে ফেরিতে করে মানুষ এবং যানবাহন পারাপার হতো। মানুষ শান্তিতে নিঃশ^াস নিতে পারতো। যাতায়াতে অর্থ কম খরচ হতো। অত্যান্ত দুঃখের সাথে বলতে হচ্ছে এক শ্রেনীর কু-চক্রী মহলের ষড়যন্ত্রে রূপসা ফেরি বন্ধ হওয়ায় জনভোগান্তি চরমে পৌছেছে। তাছাড়া রূপসা ব্রিজের টোলপ্লাজায় সরজমিনে এক ঘন্টা পর্যবেক্ষণ করে দেখা যায় মিনিটে একটি করে মটর সাইকেল ছাড়ার কথা থাকলেও মিনিটে ৫ থেকে ৬টি মটর সাইকেল টোলপ্লাজা অতিক্রম করছে। সরকার রাজস্ব পাচ্ছে মাত্র ১টি মটর সাইকেলের। আরো দেখা যায় টোল আদায়ের সহায়াতা কর্মী বাইরে দাড়িয়ে মটর সাইকেল চালকের নিকট থেকে ১০ টাকা করে নগদে হাতিয়ে নিচ্ছে। অন্যদিকে সরকার রাজস্ব বঞ্চিত হচ্ছে তিলতিল করে লাখ কোটি টাকা। অপরদিকে হাজার হাজার মানুষ খুলনা শহরে বিভিন্ন কলকারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে কর্মরত থাকার কারনে দিগুন তিনগুন ভাড়া ও টোল দিয়ে জীবনে ঝুকি নিয়ে নৌকায় রূপসা নদীতে পারাপার হচ্ছে। তাছাড়া দেখা যায় করোনা কালীন মহামারীর কারনে বিনোদন কেন্দ্র হিসেবে খ্যাত রূপসা ব্রিজে বিনোদনের জন্য দুর-দুরান্ত থেকে ছুটে আসা বিনোদন প্রিয় হাজারো মানুষ পুলিশের বাধার শিকার হয়েছে। কিন্তু কোনো ভাবেই থেমে ছিলোনা বিনোদন। পুলিশের চোখ ফাঁকি দিয়ে কানায় কানায় ভোরে উঠেছিল রূপসা ব্রিজের বাইপাস রোড। পদ্মা সেতুর কাজ চলমান অবস্থায়ই খুলনাঞ্চলে শিল্প-কারখানা নির্মাণের ধুম পড়েছে। আবাসন প্রকল্পসহ শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে এরই মধ্যেই অনেক উদ্যোক্তা এখানে আগেভাগে জমি কিনতে শুরু করেছে। শিল্প কল-কারখানা ও ব্যবসা-বাণিজ্য প্রসার ঘটলে রূপসা সেতুর ওপরও যানবাহনের চাপ বেড়ে যাবে। যে কারণে সেতুটির পথচারী ও অযান্ত্রিক যানবাহনের জন্য বিশেষ লেনের অযান্ত্রিক যানবাহনের লেন তুলে দেওয়া হতে পারে। একই সঙ্গে সেতুর মাঝ দিয়ে একটি ডিভাইডার তৈরি করা হতে পারে। রূপসা সেতু পরিচালনাকারী ও টোল আদায়কারী প্রতিষ্ঠান জিএসআইসি-এসইএল জেভি-এর সিস্টেম সেতু ও তার দুই পাশ মিলে সর্বমোট ১৩শ’ ৬০ মিটার দৈর্ঘ্য। খুলনা শহর থেকে রূপসা ব্রীজের দূরত্ব ৪ দশমিক ৮০ কিলোমিটার। রূপসা সেতুতে টোল আদায়কারী প্রতিষ্ঠান জিএসআইসি-এসইএল জেভি-এর প্রোজেক্ট ম্যানেজার মো. নজরুল ইসলাম ভূঁইয়া বলেন পদ্মা সেতু চালু হলেই বদলে যাবে রূপসা সেতু। এ সময় যশোর, সাতক্ষীরা, বেনাপোলসহ আশপাশের জেলার পরিবহনগুলো এ সেতু হয়ে রাজধানীতে যাবে। তখন যানজট এড়াতে সেতুর পূর্ব পাড়ের মতো পশ্চিম পাড়েও টোলঘর নির্মাণ করতে হবে। বড় বড় সেতুর দুই পাশে টোল আদায়ের জন্য টোল ঘর রয়েছে। বর্তমানে সেতুর পূর্ব পাশে টোল আদায়ের আটটিলেন রয়েছে। যার মধ্যে চারটি ব্যবহার করা হয়।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |