ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীতে এনজিও-দের ভূমিকা প্রশ্নবিদ্ধ! সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে কিস্তি আদায় করলেও করোনা মহামারীতে কোন সহায়তা দেয়নি।

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে বেসরকারী সংস্থা এনজিও-দের ভূমিকা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে। গাংনী উপজেলায় ছোট বড় প্রায় ৩৫ টি এনজিও তাদের কার্যক্রম পরিচালনা করে আসছ্ ে। অদ্যাবধি ৫ (পাঁচ) মাস অতিবাহিত হতে চলেছে। করোনা পরিস্থিতি মহামারী আকার ধারণ করায় সাধারণ খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়ে। তাদের আয় বন্ধ হয়ে যাওয়ায় ক্ষুদ্র ঋণ গ্রহিতাগণ হত দরিদ্র মানুষ। সরকার এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে এনজিও প্রতিষ্ঠান গুলোকে কিস্তি আদায় আগষ্ট পর্যন্ত বন্ধ রাখতে নির্দেশনা দিলেও কো এনজিও তা কানে নিচ্ছেন না। মাস দুয়েক বন্ধ রাখা হলেও নানা কৌশলে এনজিওগুলো ্ঋণ গ্রহিতাদেও নিকট থেকে চাপ সৃষ্টি করে কিস্তি আদায় কওে যাচ্ছে। অন্যদিকে করোনা মহামারীতে বিপদগ্রস্ত পরিবারের পাশে খাদ্য সহায়তা সহ আর্থিক সহায়তা জানা মতে আদ- দ্বীন াফাউন্ডেশন ছাড়া কোন এনজিওর নাম শোনা যাইনি।
ব্য্রাক, আশা, বুরো বাংলাদেশ ,দারিদ্র বিমোচন,ওয়েভ ফাউন্ডেশন, পদক্ষেপ, পিএসকেএস, আদ-দ্বীন ফাউন্ডেশনসহ প্রায় ৩৫ টি এনজিও গাংনী উপজেলায় তাদের ক্ষুদ্র ্ঋণ কার্যক্রম সহ নানা কর্মসূচি পরিচালনা করলেও শুধুমাত্র আদ-দ্বীন ছাড়া কোন এনজিও শিশু খাদ্যসহ খাদ্য সামগ্রী বিতরণ করেনি। আদ-দ্বীনের আঞ্চলিক সমন্বয়কারী ইকবাল হোসেন জানান, আমরা সরকারী নির্দেশনা মেনে ঋণের কিস্তি উঠানো বন্ধ রেখেছি। এমনটি দুর্যোগ মুহূর্তে আমরা আর্থিক ও খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছি। আজীবন খাদ্য সহায়তা, ত্রাণ ও পুণর্বাসন সহায়তা, মৃত্যুজনিত আর্থিক সহায়তা, বিনা মূল্যে চক্ষু ছানি অপারেশন করে যাচ্ছি। অথচ বড় বড় এনজিওগুলো নানা অযুহাতে জোর পূর্বক কিস্তি আদায় করলেও মানবিক কোন কাজ করেনি। উপজেলার বিভিন্ন গ্রাম থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে, এনজিওগুলো নতুন ঋণ দেয়ার নামে কৌশলে ভয়ভীতি দেখিয়ে এবং কিস্তি আদায় করছে কিন্তু নতুন ঋণ প্রদান করতে গড়িমসি করছে। ফলে স্বল্প আয়ের কর্মহীন মানুষেরা এনজিওদের চাপে মানবেতর জীবন যাপন করছ্ ে।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |