ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

গাংনীতে গরীবের ডাক্তার অশোক চন্দ্র বিশ্বাস করোনা মুক্ত। কৃতজ্ঞতা প্রকাশ

আমিরুল ইসলাম অল্ডাম গাংনী(মেহেরপুর)সংবাদদাতা : গাংনীতে গরীবের ডাক্তার নামে খ্যাত ডা. অশোক চন্দ্র বিশ্বাস করোনা মুক্ত হয়েছেন। কুষ্টিয়া ইসলামীয়া বিশ্ববিদ্যালয়ের সিনিয়র টেকনিক্যাল অফিসার ও গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজি ল্যাব সুনিতা রানীর স্বামী অশোক চন্দ্র বিশ্বাস করোনা নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে। ইতোমধ্যে মেডিকেল টেকনোলজি ল্যাব সুনিতা রানীর করোনা পরীক্ষার জন্য নমুনাতেও নেগেটিভ রিপোর্ট এসেছে।করোনার রিপোর্ট নেগেটিভ আসায় তিনি স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাংখী, শুভানুধ্যায়ী সকলকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন।
গাংনী র‌্যাব ক্য¥্ম্প পাড়ার স্বর্গীয় শচীন চন্দ্র বিশ্বাসের ছেলে অশোক পেশাগত দায়িত্ব পালনকালে গরীব অসহায় মানুষের পাশ্ েথেকে মানুষের মমত্ব, ভালবাসা অর্জন করে বর্তমানে গরীবের স্বজন এমনকি মানব দরদী হয়ে গেছেন।বিনয়ী , মার্জিত, সদা হাস্য অশোক জাতি ধর্ম নির্বিশেষে মানুষের মন জয় করে স্বাস্থ্য সেবা প্রদান করে থাকেন। তিনি গরীব রোগীদের সেবা দিয়েও কোন ফিস নেন না। তিনি সকলের কাছে কৃতজ্ঞ। তিনি স্বাস্থ্যবিধি মেনে নিজ বাড়ীতে চিকিৎসা নিচ্ছিলেন।

You must be Logged in to post comment.

স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে      |     ঝিকরগাছায় স্বেচ্ছাসেবী সংগঠন সিআরবি’র আলোচনা সভা ও ইফতার মাহফিল     |     গাংনীতে অগ্নিকান্ডে কৃষকের গম ক্ষেত পুড়ে ছাই।     |     লালমনিরহাটে মাদরাসার নিয়োগ বানিজ্যের অভিযোগ     |     গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |