ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ ইং | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

গাংনীতে মরহুম খলিলুর রহমানের কুলখানি উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে মরহুম খলিলুর রহমান (৬৫) এর কুলখানি উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেলে বাদ আসর গাংনী টিএন্ডটি অফিস সংলগ্ন মরহুম খলিলুর রহমানের বাড়ির পশ্চিম পার্শ্বে মিলাদ মাহফিল আয়োজন হয়। মিলাদ মাহফিলে স্মতিচারণ করতে গিয়ে তার নিকটাত্মীয় ও শুভাকাঙ্খীরা জানান, খলিল ভাই একজন সদালাপী,মিষ্টভাষী, বিনয়ী,কর্তব্যপরায়ণ একজন নিবেদিতপ্রাণ সাংস্কৃতিমনা মানুষ হিসাবে তিনি সকলের কাছে বিশেষ পরিচিত ছিলেন। তিনি খুব ভাল রান্না করতে পারতেন। মরহুম খলিলুর রহমান ৯ ভাই-বোনের সকলের বড়। তিনি উপজেলার বাদিয়াপাড়া গ্রামের বিশিষ্ট লাঠিয়াল বাহিনীর ওস্তাদ মরহুম আব্দুল খালেকের ছেলে ও গাংনী হাসপাতাল বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী হুয়েলের বাবা। জন্মসূত্রে বাদিয়াপাড়া গ্রামের হলেও তিনি দীর্ঘদিন যাবত গাংনী শহরের টিএন্ডটি অফিসের পার্শ্বে বসবাস করে আসছিলেন। তিনি মা, স্ত্রী , ১ পুত্র ও ২ কন্যা সন্তানসহ বহু বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, মরহুম খলিলুর রহমান গত সোমবার দুপুর বেলায় অসুস্থতাজনিত কারনে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। গাংনী জামে মসজিদের ইমাম মাওলানা রুহুল আমিন ও মাওলানা মোফাজ্জেল হোসেন মিলাদ ও দোয়া পরিচালনা করেন। মোয়া শেষে মুসুল্লীদের মাঝে তবারক বিতরণ করা হয়।

You must be Logged in to post comment.

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |     বিরলে দূর্নীতি প্রতিরােধ কমিটির ইফতার মাহফিল।     |     ঝিকরগাছায় পৌর মেয়রের ইফতারে জাতীয় সংসদ সদস্য ডা. তুহিন     |     ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন     |