ঢাকা, বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪ ইং | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীতে লক ডাউনে কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে লক ডাউন ঘোষনা করায় কর্মহীন বিশেষ করে নিম্ন আয়ের মানুষগুলো পরিবার পরিজন নিয়ে পড়েছে বেকায়দায়। অনেকের ঘরেই খাদ্য সংকট দেখা গেছে। এসব কথা বিবেচনা করে করোনা পরিস্থিতিতে অসহায় কর্মহীন পরিবারের মাঝে মাননীয় প্র্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার ত্রাণ সামগ্রী পৌঁছে দিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম। আজ শনিবার সকাল ১১ টার দিকে গাংনী উপজেলা সম্মেলন কক্ষে অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রধান মন্ত্রীর উপহার খাদ্য সহায়তা পেতে ৩৩৩ নং ফোন করে যারা আবেদন করেছেন শুধুমাত্র তাদের জন্য খাদ্য (ত্রাণ) সামগ্রী প্রদান করা হয়। আবেদনের প্রেক্ষিতে উপজেলার বিভিন্ন ইউপির ১৩০ জন উপকার ভোগীর মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
গাংনী উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এবং জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে প্রধান মন্ত্রীর উপহার হিসাবে ত্রাণ বিতরণ করা হয়েছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তীও সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসাবে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তফা জামান। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দারিদ্র বিমোচন কর্মকর্তা ও গাংনী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ্ ।
প্রধান অতিথি বলেন, জন সচেতনতা বৃদ্ধির লক্ষে সামাজিক দুরত্ব মেনে চলাফেরা করা, হাত মুখ ধৌত করা এবং মাস্ক ব্যবহারে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে। তিনি আরও বলেন আপনারা করোনা ভাইরাসে আতঙ্কিত হবেন না। বিধি নিষেধ মেনে চলাফেরা করলে বেশীরভাগ লোক সুস্থ হয়ে উঠছে। তিনি সকলকে আশ্বস্ত করে বলেন, সরকার যেমন আপনাদের খাদ্য সংকটে সহায়তা করছেন। তেমনি আমাদের কে সরকারী বিধি নিষেধ মানতে হবে। এসময় পিআইও অফিসের স্টাফ, সাংবাদিক ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

You must be Logged in to post comment.

বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |     গাংনীতে মুকুল সেবা সংঘের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে সামাজিক নিরাপত্তা র্কসূচীর আওতায় বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মাঝে এককালীন সরকারি অনুদানের চেক বিতরণ     |     বোদায় প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     ঘাটাইলে শিশু বাচ্চার লাশ উদ্ধার      |         |     ভূঞাপুরে স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ কর্তন স্ত্রী গ্রেফতার     |     মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সকে আন্তর্জাতিক মানের করা হবে -আ.ক.ম মোজাম্মেল হক এমপি     |     মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার থাকতে হবে           —- রাণীশংকৈলে এমপি সুজন     |