ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীর তেরাইল কুঠিপাড়া গ্রামে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনীর তেরাইল কুঠিপাড়া গ্রামে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার সময় তেরাইল গ্রামের কুঠি পাড়ার মোড়ে জলমগ্ন এলাকার কৃষকরা এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে এলাকার কৃষক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ কৃষকরা বলেন,যত্রতত্র পুকুর খনন ও সরকারী খাল দখল করে পুকুর তৈরি করার কারনে প্রায় ৪ হাজার বিঘা কৃষি জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার কারনে চলতি মৌসুমে রোপা আমন ধান রোপন করা সম্ভব হয়নি। পানি নিস্কাসন করা না হলে আগামিতে বোরোধান রোপন করাও সম্ভব হবেনা। এমনকি শীতকালীন শাকসবজিও আবাদ করা সম্ভব হবে না।
মানববন্ধনে ক্ষোভ জানিয়ে কৃষকরা আরো বলেন, সরকার প্রতি ইঞ্চি জমির সৎ ব্যবহার কিংবা অনাবাদি না রাখার জন্য বললেও এ বিষয়ে প্রশাসন দৃষ্টি না দেওয়ার হাজার হাজার বিঘা জমি জলামগ্নতার কারনে পতিত থেকে যাচ্ছে। একারনে একদিকে ধান উৎপাদন কমছে অন্যদিকে কৃষকরা কাজ কর্ম করতে না পেরে মানবেতর জীবন যাপন করছে।
মানববন্ধনে অংশ নেয়া কয়েকজন কৃষক বলেন,সম্প্রতি জলাবদ্ধতা নিরসনের জন্য জেলা প্রশাসক,উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারক লিপি দেয়া হলেও কোন সূরাহা হয়নি।
গাংনী উপজেলা কৃষি অফিসার কে এম সাহাবুদ্দীন আহমেদ বলেন,প্রশাসনের সহযোগিতায় জলাবদ্ধতা দুর করে পতিত জমিগুলো চাষযোগ্য করে তোলা হবে। কোন ভাবেই জমি অনাবাদি রাখা যাবেনা।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ বলেন,স্মারক লিপি পেয়েছি তবে সেটা দেখার জন্য সহকারী কমিশনারকে বলেছি। তারপরও বিষয়টি খোঁজ খবর নিয়ে সমাধান করা হবে।
কৃষকদের দাবি দ্রুত সময়ের মধ্যে জলাবদ্ধতার সমাধান করা না হলে পুকুর মালিক ও খাল দখলকারীদের সাথে যে কোন সময় বড় ধরনের সহিংসতা হতে পারে। এর পরও যদি প্রশাসন ব্যবস্থা না নেয় তাহলে গ্রামের হাজার হাজার নারী পুরুষ গাংনী উপজেলা পরিষদ প্রাঙ্গনে মানববন্ধন করে মাননীয় প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হবে।

You must be Logged in to post comment.

গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |