ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ ইং | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

গাংনীর রাস্তায় ধানের চারা রোপন করে মানববন্ধন করেছে গ্রামবাসী

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনীর পল্লীতে পাকা নির্মাণের দাবিতে কর্দমাক্ত রাস্তায় ধানের চারা রোপন করে প্রতিবাদ ও মানববন্ধন করেছে গ্রামবাসী। দীর্ঘদিনের প্রত্যাশিত জনগুরত্বপূর্ণ রাস্তাটি পাকা রাস্তা করণের দাবিতে ধানখোলা বাগান পাড়ার নানা শ্রেণি পেশার মানুষ আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার সময় এক হাটু কাঁদাযুক্ত রাস্তার পার্শ্বে দাঁিড়য়ে মানববন্ধন করে।
মানববন্ধনে অবসরপ্রাপ্ত শিক্ষক আবুবকর বলেন, স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও অতি গুরুত্বপূর্ণ রাস্তাটি আজও পাকাকরণ হয়নি। যার ফলে গ্রামের বৃহৎ জনগোষ্ঠি চলাচলে চরম দুর্ভোগে পড়ে রয়েছে। ছেলে মেয়েরা একহাটু কাঁদা ভেঙ্গে স্কুল কলেজে যেতে পারে না। তেমনিভাবে কৃষকরা তাদের উ]পাদিত ফসল ঘরে তুলতে পারে না। কাদা পানির কারণে ফসল বাড়িতে নিয়ে আসতে অনেক খরচ হয়।অতিরিক্ত খরচের ভয়ে অনেকে মাঠের আবাদ ছেড়ে দিয়েছে। দীর্ঘদিন যাবৎ রাস্তাটি নির্মাণের আবেদন করা হলেও আমলে নেয়নি কেহই। রাস্তাটি অবিলম্বে প্রকল্পভুক্ত না হলে আমরা আরও হবো।
স্কুল গামী কয়েকজন শিক্ষার্থী জানান, আমরা অনেক কষ্ট করে স্কুলে যাতায়াত করে থাকি।সারা বছরই রাস্তায় কাদা পানি থাকে। বিশেষ করে বর্ষাকালে স্কুলে যেতে আমাদের পোশাক কাদায় একাকার হয়ে যায়। ।নেক সময় ভিজা কাপড়ে ক্লাস করতে হয়। ফলে অসুখ বিসুখে ভুগতে হয়।আমাদের দাবি অতিদ্রুত সময়ের মধ্যে রাস্তাটি পাকা করতে হবে।
এব্যাপারে গ্রামের মহিলা মেম্বর রওশনারা খাতুন জানান, আমরা দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকা করণের দাবি জানিয়ে আসছি। কর্তৃপক্ষ আশ্বাস দিলেও অ্জ্ঞাত কারণে তা হয়নি।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামান জানান, রাস্তাটি নির্মাণে মন্ত্রণালয়ে একাধিকবার প্রোপজল দেয়া হয়েছ্ ে। দায়িত্ব প্রাপ্ত কর্তৃপক্ষ দের বার বার জানিয়েও কাজ হয়নি।
এব্যাপারে উপজেলা প্রকৌশলী গোলাপ আলী শেখ জানান, আমরা এষ্টিমেট দিয়েছি। অতিদ্রুত সময়ের মধ্যে রাস্তাটি নিমার্ণের ব্যবস্থা করা হবে।

You must be Logged in to post comment.

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |     বিরলে দূর্নীতি প্রতিরােধ কমিটির ইফতার মাহফিল।     |     ঝিকরগাছায় পৌর মেয়রের ইফতারে জাতীয় সংসদ সদস্য ডা. তুহিন     |     ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন     |