ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গোলাপগঞ্জে পুলিশি বাধায় আগেই শেষ করতে হলো বিএনপির অনশন

আজিজ খান, গোলাপগঞ্জ(সিলেট) প্রতিনিধি: দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সামনে বিএনপির প্রতীকী অনশন কর্মসূচিতেও গোলাপগঞ্জজ উপজেলা বিএনপি ও অঙ্গঁ সংগটনের নেতাকর্মীরা । বুধবার সকাল ১০ টার আগে থেকেই অনশনে যোগ দিতে মুক্তিযোদ্ধা সংসদের সামনে জড়ো হতে থাকেন বিএনপি ও অঙ্গসংগটনের নেতাকর্মীরা। কর্মসূচি চলবে বিকেল ৫টা পর্যন্ত কিন্তু পুলিশি বাধায় দুপুর একটার মধ্যেই তড়িঘড়ি করেই অনশন শেষ করা হয়। অনশন চলাকালে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি নছিরুল হক শাহিন, সাধারন সম্পাদক জিলাল উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মশফিকুর রহমান মহি, সাধারন সম্পাদক বিএনপি নেতা ডা: আব্দুল গফুর, চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী, রহেল আহমদ, নুরুল আমিন লিলন, জামাল উদ্দিন, আজিজ খান এছাড়া বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ ।উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করেন বিশেষ আদালতের বিচারক ডা. মো. আখতারুজ্জামান। রায়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদন্ড দেন। এ ছাড়া বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদন্ড এবং দুই কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |