ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ ইং | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

গোলাপগঞ্জে সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম.এ ছালিকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

আজিজ খান, গোলাপগঞ্জ (সিলেট)প্রতিনিধি: গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ৪ বারের নির্বাচিত চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা এম.এ. ছালিক (৭৫) ইন্তেকাল করেছেন। গতকাল শুক্রবার সকাল ১০টায় সিলেট নগরীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করলে আছরের নামাজের পর ভাদেশ্বর পূর্বভাগ হাফিজিয়া মাদ্রাসা মাঠে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজের পূর্বে প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়েছে। এ সময় মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শরিফুল ইসলাম, সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, ভাদেশ্বর নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি মাসুম আহমদ, ভাদেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান জিলাল উদ্দিন, ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ময়নুল হক, তরুণ শিক্ষক জহির উদ্দিন, মরহুমের ছোট ভাই আব্দুল মালিক। জানাযার নামাজে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন ইবনে সিনা হাসপাতালের চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবীদ মাওলানা হাবিবুর রহমান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার বদরুল ইসলাম শুয়েব, জেলা আওয়ামীলীগের অন্যতম নেতা সৈয়দ মিসবাহ উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি, ইউপি চেয়ারম্যান নছিরুল হক শাহীন, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সচিব, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সেক্রেটারী আব্দুল আহাদ, গোলাপগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আশফাক আহমদ, আমুড়া ইউপি চেয়ারম্যান রুহেল আহমদ, ঢাকাদক্ষিণ ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহীম, আলীনগর ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, গোলাপগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল, গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব শফিকুর রহমান, সাবেক কমান্ডার শহীদ আহমদ লালা, ঢাকাদক্ষিণ ইউপির সাবেক চেয়ারম্যান মজির উদ্দিন চাকলাদার, লক্ষীপাশা ইউপির সাবেক চেয়ারম্যান মাহমুদ আহমদ, বাদেপাশা ইউপির সাবেক চেয়ারম্যান প্রভাষক রায়হান উদ্দিন রেহান, ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার লুৎফুর রহমান, সেক্রেটারী ছালেহ আহমদ ছালিক, গোলাপগঞ্জ কমিউনিটি পুলিশিং সভাপতি হাজী আব্দুল ওয়াদুদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডাঃ আব্দুল গফুর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী আবুল কালাম, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি নূরুল ইসলাম, সেক্রেটারী ইসমাঈল আলী, উপজেলা জাসদ নেতা নাজিম উদ্দিন, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নূরুল আম্বিয়া, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাওলানা মাহফুজুর রহমান কাশেমী, উপজেলা ছাত্রলীগের সভাপতি খায়রুল হক, ঢাকাদক্ষিণ ডিগ্রী কলেজের সাবেক এজিএস জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মনসুর আহমদ প্রমুখ। উল্লেখ্য যে, মরহুম এম.এ ছালিক গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পদে তিনি দায়িত্ব পালন করেছেন। বর্তমান উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন। মৃত্যুকালে তিনি ১ পুত্র ও ১ কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার জানাযায় নিজ এলাকা ছাড়াও গোলাপগঞ্জ, বিয়ানীবাজার উপজেলা সহ সিলেটের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করতে দেখা যায়।

You must be Logged in to post comment.

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |     বিরলে দূর্নীতি প্রতিরােধ কমিটির ইফতার মাহফিল।     |     ঝিকরগাছায় পৌর মেয়রের ইফতারে জাতীয় সংসদ সদস্য ডা. তুহিন     |     ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন     |