ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘাটাইলে দুই শিশু বলাৎকারের অভিযোগে দুই মাদ্রসা শিক্ষক আটক

রবিউল আলম বাদল ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধিঃ বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল ঘটাইলের উপজেলায় পৌর এলাকার পশ্চিমপাড়া মাদ্রসায় দুই শিশুকে বলাৎকারের অভিযোগে দুই মাদ্রসার শিক্ষক আটক করেছে পুলিশ া বলাৎকারের শিকার দুই জন হেফজো খানার ছাত্র।তাদের জেল হাজতে প্রেরন করেছে ।আটক শিক্ষক গোপালপুর উপজেলার শরিয়তপুর গ্রামের হেকম আলীর ছেলে রমিজুল(২২) ভ’য়াপুর উপজেলা নিকরাইল গ্রামের মৃত তারা মিয়ার ছেলে খায়রুল(২২)।তার দুজনেই ঐ মাদ্রসায় শিক্ষকতা করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায় বৃহস্পতিবার সকালে ঘাটাইল উপজেলা পৌর এলাকার পশ্চিমপাড়া মাদ্রসায় হেফজো খানায় দুই ছাত্র কে মাদ্রসার দুই শিক্ষক রমিজুল(২২),খায়রুল বলাৎকার করে।বিষয়টি তার বাবা মাকে জানালে ,পরে পুলিশ কে জানায়।পুলিশ অভিযান চালিয়ে দুই শিক্ষক কে গ্রেপ্তার করে।
এ ব্যপারে ছেলেটির বাবা আরিফুজ্জামান বাদী হয়ে ঘাটাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে(৯ক) ধারায় মামলা করেন।মামলা নং১৫

এ বিষয়ে ঘাটাইল থানার পুলিশের উপ পরিদর্শক(এসআই) মোঃ মতিউর রহমান মুঠোফোনে ঘটনার সত্যতা স্বীকার করে জাানায় বলাৎকারের সাথে জড়িত দুই শিক্ষক কে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |