ঢাকা, বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪ ইং | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ছত্রভঙ্গ বিএনপির কালো পতাকা প্রদর্শন কর্মসূচি, আটক ৫৭

নিউজ ডেক্স : রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের জলকামানের রঙিন পানি ও লাঠিপেটায় ছত্রভঙ্গ হয়ে গেছে বিএনপির কালো পতাকা প্রদর্শন কর্মসূচী। এসময় ঘটনাস্থল বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ডা. রফিবুল কবির লাবু সহ প্রায় ৫৭ জনকে আটক করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি।

এছাড়া পুলিশের লাঠিপেটায় বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন ও সাবেক এমপি নিলুফার চৌধুরী মনি আহত হয়। দুপুর ১২টার দিকে ধরপাকড়ের সময় সেখানেই ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ও নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ও আলতাফ হোসেন চৌধুরী ও খায়রুল কবির খোকনসহ কেন্দ্রীয় নেতারা।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দুপুর সোয়া ১২টার দিকে আলালকে আটক করে নিয়ে যায় সাদা পোশাকের পুলিশ। এর কাছাকাছি সময়ে আটক হন দলটির পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও ড্যাব নোত ডা. রফিবুল কবির লাবু।

কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে ঢাকায় সমাবেশের অনুমতি না পেয়ে  শনিবার কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলো বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী। সকাল ১০টার আগেই নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন নেতা-কর্মীরা।

এদিকে বিএনপির এ কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই সতর্ক অবস্থানে ছিল পুলিশ। নয়াপল্টন এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়। এনে রাখা হয় জলকামান ও পুলিশ ভ্যান।

এর আগে শনিবার সাড়ে ১০টার দিকে কয়েকশ কর্মী কালো পতাকা নিয়ে দলীয় কার্যালয়ের সামনের রাস্তায় বসে পড়েন। এসময় তারা খালেদার মুক্তি দাবি ও সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন। এরপরেই পুলিশের লাঠিপেটা শুরু হয়। সঙ্গে ছোড়া হয় জলকামান থেকে রঙিন পানি। নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে গেলে কর্মসূচির জন্য তৈরি প্যান্ডেল ভেঙে দেয় পুলিশ।

You must be Logged in to post comment.

বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |     গাংনীতে মুকুল সেবা সংঘের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে সামাজিক নিরাপত্তা র্কসূচীর আওতায় বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মাঝে এককালীন সরকারি অনুদানের চেক বিতরণ     |     বোদায় প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     ঘাটাইলে শিশু বাচ্চার লাশ উদ্ধার      |