ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ছাতকে লন্ডন প্রবাসীর বাসা দখলের অভিযোগে গ্রেফতার ৩ জন,

ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে লন্ডন প্রবাসী অধুনা মৃত জাহানারা বেগমের মালিকানাধীন মন্ডলীভোগ মৌজার এসএ ৪৭৪ দাগের ২২শতক ভূমির মধ্যে অবস্থিত জাহানারা মঞ্জিল নামীয় পৌরসভা রোড মন্ডলী ভোগের বাসাটি বৌলা গ্রামের মৃত ইলিয়াছ আলীর পুত্র ভূমি খেকো বদরুল ও তার ভাই ওসমান তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে গত ৮/৯/২০ইং তারিখ রাত অনুমান সাড়ে ১১টার সময় জবর দখল করল।জাহনানারা বেগম বর্ণিত বাসার ২২শতক ভূমি সরকার হতে অনুমান ৪৩ বছর পূর্বে লীজ নিয়ে তথায় উক্ত বাসা নির্মান করে ভোগদখল করিতেন।উক্ত জায়গার প্রতি লোভের বশঃবর্তী হইয়া বদরুল বিভিন্ন যোগাযোগি জাল দলিল সৃজন করিয়া বিধবা প্রবাসী জাহানারা বেগমের বাসাটি দীর্ঘদিন যাবৎ জবর দখলের অপচেষ্টা করিয়া আসিতে থাকে।ইদানিং জাহানারা বেগম দেশে আসার পরে বদরুল তার বাহিনী নিয়ে তাকে বিভিন্ন সময়ে মারপিট ও নির্যাতন করে।কিছুদিন পূর্বে জাহানারা বেগম মারা যান।তার সন্তানগন লন্ডনে থাকায় তার আপন বোন ও আত্মীয় স্বজনরা তার বাসায় থাকেন।গত ৮/৯/২০ ইং তারিখ দিনের বেলা তার বোন সুবেরা বেগম তার নিজ বাড়ীতে যাওয়ার সময আহাদ ও সমুজ আলী নামীয় দুজন পাহারাদার রাখিয়া যান।এই সুযোগে বদরুল ও তার ভাই ওসমান তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে রাত সাড়ে ১১ঘটিকায় দেশীয় প্রাননাশক অস্ত্র দ্বারা পাহারাদারদের মারপিট করিয়া বাসাটি জবর দখল করায় জাহানারা বেগমের আত্মীয় মোঃ এহিয়া বাদী হইয়া ছাতক থানায় লিখিত অভিযোগ দিলে তাহা ছাতক থানার মামলা নং ১২তারিখ ১০/০৯/২০ইং ধারা ১৪৩/১৪৭/৪৪৮/ ৩২৩/৩২৪/৩০৭/৪২৭/৩৮০/৫০৬/৩৪ মতে বদরুল গং ১৪জনের বিরুদ্ধে মামলা রুজু করে ঘটনাস্থল বাসা হতে জবর দখলকারী বদরুল বাহিনীর বৌলা গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে মইনুল মিয়া (৩৫), মৃত ছিদ্দিক আলীর ছেলে ফয়ছল আহমদ (৪০), আলতাব আলীর ছেলে রহিম হোসেন (২০) কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেন।
ভূমিখেকো বদরুল তার বাহিনীকে নিয়ে বাসার সকল মালামাল সরাইয়া নিয়া বাসায় প্রবেশের মূল দরজাটি ইটের গাঁথুনি দিয়া বন্ধ করিয়া তার সন্ত্রাসী বাহিনী বসাইয়া রাখিয়াছে।মরহুম জাহানারা বেগমের আত্মীয় স্বজন বাসায় গেলে তাদেরকে মারপিটসহ খুনখারবির মত ঘটনা সংঘটিত করতে পারে

You must be Logged in to post comment.

গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |