ঢাকা, বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪ ইং | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিকরগাছায় কমিউনিটি ক্লিনিক পরিচালনায় স্থানীয় সরকার প্রতিনিধি প্রশিক্ষণের উদ্বোধন ও আলোচনা সভায় ডা. নাসির উদ্দিন এমপি মহামারী করোনা ভাইরাসের ঔষধ দেশে না আশা পর্যন্ত আপনারা নিজের ও দেশের সুরক্ষার জন্য মাস্ক ব্যবহার করুন

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বর ও সচিববৃন্দের অংশগ্রহণে কমিউনিটি ক্লিনিক পরিচালনায় স্থানীয় সরকার প্রতিনিধি প্রশিক্ষণের উদ্বোধন ও আলোচনা সভায় যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) অধ্যাপক ডাক্তার মোঃ নাসির উদ্দিন প্রধান অতিথির বক্তব্যে বলেন, “দেশকে উন্নত করতে দেশের মানুষের পাশে থাকতে আপনারা আমাকে সংসদ সদস্য বানিয়েছেন। আর সংসদ সদস্য হিসাবে আপনাদের নিকট আমার দাবী মহামারী করোনা ভাইরাসের ঔষধ দেশে না আশা পর্যন্ত আপনারা নিজের ও দেশের সুরক্ষার জন্য মাস্ক ব্যবহার করুন”।
শুক্রবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে মুজিব বর্ষে স্বাস্থ্যখাত এগিয়ে যাবে অনেক ধাপ এই স্লোগানকে সামনে রেখে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রাশিদুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়েদ ইমরানুর রশিদ, চৌগাছা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম বাবুল, সংসদ সদস্যের প্রতিনিধি নাসির উদ্দিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শামীম রেজা, যুবলীগ নেতা আনিসুল রহমান মিঠু, ফারুক হোসেন, নাজমুল আকরাম রকি, উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক এমামুল হাবিব জগলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবিব শিবলু, ছাত্রলীগ নেতা হান্নান হোসেনসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও কর্মচারীবৃন্দ, উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও সচিববৃন্দ।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |