ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ঝিকরগাছায় জায়গাজমি নিয়ে সংঘাতে থানায় অভিযোগ

আফজাল হোসেন চাঁদ : যশোরের ঝিকরগাছা পৌরসদরের পুরন্দুরপুর রিফুজীপাড়া গ্রামের জায়গাজমি ও পারিবারিক সংঘাত নিয়ে জাহাঙ্গীর হোসেন (৫৫) নামের একব্যক্তি ৬জনকে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ করেছে। অভিযোগে আসামীরা হল, পৌরসদরের পুরন্দুরপুর রিফুজীপাড়া গ্রামের মৃত আইজেল গাইনের ছেলে জালাল গাইন (৫০), সালাম গাইন(৪৬) ও বাবলু গাইন(৫৫), জালাল গাইনের ছেলে জনি(১৮), জালাল গাইনের স্ত্রী মোছাঃ সেলিনা(৪২) এবং সালাম গাইনের স্ত্রী মোছাঃ শম্পা(৪০)।
অভিযোগ সূত্রে জানা গেছে, বিবাদীদের সহিত বাদীর জায়গাজমি ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। এমতাবস্থায় গত ১ফেব্রুয়ারি সকাল অনুমান ১০টার সময় উক্ত বিবাদীগন হাতে গাছিদা, লোহার রড, বাঁশের লাঠিসোঠায় সজ্জিত হয়ে পূর্বের বিরোধের জের ধরে বে-আইনি জনতাবদ্ধে বাদীর বসত বাড়ির আঙিনায় অনধিকার প্রবেশ করে বাদীকে অহেতুক অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। বাদী, বিবাদীদের গালিগালাজ করতে নিষেধ করায় ৩নং বিবাদী হুকুমে ১নং বিবাদী গাছিদা দিয়ে হত্যার উদ্দেশ্যে সজোরে কোপ মেরে গুরুত্বর কাটা রক্তাক্ত জখম করে। বাদীর কোলে থাকা বাদীর ৪বছরের মেয়ে সামিয়া খাতুনকে জোরপূর্বক কোল থেকে নিয়ে মাটিতে ফেলে দেয়। ২নং বিবাদী লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে বাদীর মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। তখন বাদী মাটিতে পড়ে গেলে ২,৩,৪,৫ও ৬নং বিবাদীগন লোহার রড, বাশের লাঠিসোঠা দিয়ে বাদীকে এলোপাতাড়ি ভাবে মারপিট করে শরীরের বিভিন্ন জায়গায় নীলাফোলা রক্তাক্ত জখম করে। মারপিটের এক পর্যায়ে ৪নং বিবাদী, বাদীর পরিহিত প্যান্টের পকেটে নগদ ৫০ হাজার টাকার জোরপূর্বক নিয়ে নেয়। তখন বাদীর ডাক-চিৎকারে বাদীর স্ত্রী ও সাক্ষীগণসহ আশেপাশের লোকজন আগিয়ে আসলে বিবাদীগণ বাদীকে প্রকাশ্য জীবননাশের বিভিন্ন ধরনের হুমকি ধামকি ভয়ভীতি প্রদর্শন করে ঘটনাস্থল ত্যাগ করে। বর্তমানে বাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত অবস্থায় আছে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক জানান, ঘটনার বিষয়ে আমার নিকট একটি লিখিত অভিযোগ এসেছে। ঘটনার বিষয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

You must be Logged in to post comment.

গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |