ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ ইং | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ঝিকরগাছায় পানের বরজে আগুন কৃষকের স্বপ্ন পুড়ে ছাই

আফজাল হোসেন চাঁদ : যশোরের ঝিকরগাছা পৌরসদরের মোবারকপুরের একটি পানের বরজে আগুন কৃষকের স্বপ্ন পুড়ে ছাই। যার করণে প্রায় ১৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান পানের বরজের মালিক মোঃ কবির উদ্দিন। তিনি মোবারকপুর গ্রামের মৃত করিম বকর্সের ছেলে। এবিষয়ে মোঃ কবির উদ্দিন বাদি হয়ে ঝিকরগাছা থানায় ৪জনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে পৌরসদরের মোবারকপুর কলেজপাড়া গ্রামের বিবাদী নুর নাহারের ছেলে মোঃ সজিব(১৩), ইয়াসিন (৪৫), মোমিনের ছেলে মোঃ সাইফুল (২৯) ও মোঃ স্বপন (৪৭) বৃহস্পতিবার (০৪ মার্চ) বিকাল অনুমান ৫টা ৩০মিনিটের সময় বাদি মোঃ কবির উদ্দিনের ১বিঘা ৫কাটা জমির পানের বরজে আগুন ধরিয়ে দেয়। যার কারণে বাদির প্রায় ১৩ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। ক্ষতি করেও বিবাদীরা খ্যান্ত হয়নি। পানের বরজে আগুনের বিষয় বলতে গেলে বিবাদীরা বাদিকে অকথ্যভাষায় গালিগালাজসহ খুন জখমও করবে বলে বিভিন্ন ধরণের ভয় ভীতি ও বড় ধরণের ক্ষতি সাধন করিবে বলে হুমকি প্রদান করছে বলে অভিযোগে উল্লেখ করেছেন। এ ব্যাপারে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের উপর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

You must be Logged in to post comment.

ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |     বিরলে দূর্নীতি প্রতিরােধ কমিটির ইফতার মাহফিল।     |     ঝিকরগাছায় পৌর মেয়রের ইফতারে জাতীয় সংসদ সদস্য ডা. তুহিন     |     ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন     |     পবিত্র মাহে রমজান উপলক্ষে মাদারীপুর কে.আই হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প     |     একের পর এক মরছে গরু, সীমান্তে আতঙ্কে দুই গ্রামের মানুষ     |     পঞ্চগড়ে স্বাধীনতা দিবস উপলক্ষে গরীব ও দুঃস্থদের মাঝে বিজিবির ইফতার বিতরণ।     |     যথাযথ মর্যাদায় পঞ্চগড়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন       |     মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত     |