ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ঝিকরগাছায় পিপিআর ভ্যাকসিনের উদ্ভাবককে সংবর্ধনা

আফজাল হোসেন চাঁদ : যশোরের ঝিকরগাছা উপজেলায় ছাগলের পিপিআর রোগ মুক্ত এলাকা প্রযুক্তি উদ্ভাবনে অনবদ্য অবদানের জন্য বাংলাদেশ প্রাণিসম্পাদ গবেষণা ইনস্টিটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান (সিএসও,বিএলআরআই) ড. মোঃ গিয়াসউদ্দিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এসময় ঝিকরগাছা উপজেলার নির্বাহী অফিসার আরাফাত রহমান সভাপতির বক্তব্যে বলেন, আমাদের দেশের বিজ্ঞানীরা দীর্ঘ গবেষণা চালিয়ে ছাগলের প্রাণঘাতি রোগের প্রতিষেধক পিপিআর আবিস্কার করে এক যুগান্তকারী সফলতা অর্জন করেছেন। এজন্য আমরা গর্বিত। সরকার প্রাণিসম্পদ উন্নয়নে বিনামূল্যে প্রতিষেধক ভ্যাকসিন, পরামর্শ ও সহযোগিতাসহ নানা ঔষধপত্রাদি এবং প্রণোদনা দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নে ১লাখ ২০হাজার ছাগল-ভেড়ার পিপিআর ভ্যাকসিন দেওয়া হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টার সময় উপজেলা নির্বাহী অফিসারের ভিডিও কনফারেন্স রুমে সংবর্ধনা ও ক্রেস্ট বিতরণে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. তপনেশ্বর রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ রশিদুর রহমান রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের প্রাণিস্বাস্থ্য গবেষণা বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মোঃ জাকির হাসান, ডা. মোঃ আবু ইউসুফ, ডা. মোঃ জুলফিকার আলী। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশিদ, উপজেলা সমাজসেবা অফিসার এএফএম ওয়াহিদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আরব আলী, জনস্বাস্থ্য প্রকৌশলী অন্তরা সরকার, সরকারি শিশু পরিবারের উপ তত্ত্বাবধায়ক মোঃ আব্দুর কাদের, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম, আতাউর রহমান জসি, সাধারণ সম্পাদক সৈয়দ ইমরানুর রশিদ, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের এসএএলও মোঃ শাহজাহান সিরাজ, অফিস সহকারী এস পিযুষ চক্রবর্তী, সুবিধা ভোগী মাগুরা ইউনিয়নের নারী উদ্যোক্তা নার্গিস আক্তার, আনোয়ার হোসেনসহ আরো অনেকে।

You must be Logged in to post comment.

গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |