ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিকরগাছায় বঙ্গবন্ধুর ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে পল্লী উন্নয়ন বোর্ডের আওতায় মসলা জাতীয় গাছের চারা বিতরণ

আফজাল হোসেন চাঁদ : স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাধীন দরিদ্র-বিমোচনের লক্ষ্যে পুষ্টিসমৃদ্ধ, উচ্চ মূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ কর্মসূচির সুফলভোগী সদস্যদের মাঝে বুধবার সকাল ১০টা সময় মসলা জাতীয় গাছের চারা বিতরণ করা হয়েছে। প্রথম পর্যায়ের বুধবার ১৫০ টি চারা বিতরণ করা হয়েছে এবং দ্বিতীয় পর্যায়ে বৃহস্পতিবার ৩০০টি চারা বিতরণ করা হবে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের ঝিকরগাছা অফিসের আয়োজনে উপজেলা পরিষদের মধ্যে বিআরডিবি অফিস প্রাঙ্গণের অনুষ্ঠানে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের ঝিকরগাছা উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বিএম কামরুজ্জামানের সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহি অফিসার আরাফাত রহমান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, জেলা পল্লী উন্নয়ন অফিসার তপন কুমার মন্ডল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাসুদ হোসেন পলাশ, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আনোয়ার কবির, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, ইউসিসির সভাপতি রওশনারা, সহকারী পল্লী উন্নয়ন অফিসার এসএম শাখির উদ্দিন, পল্লী জীবিকায়ন প্রকল্পের অফিসার মো: আনিসুর রহমান, ইরেসপো প্রকল্প অফিসার শহীদুল্লাহ লিমন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশিদ।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |