ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিকরগাছায় ভ্রাম্যমান আদালতে ৪জনকে জরিমানা: হিরা ব্রিকসের রিট নিয়ে জনমতে প্রশ্ন !

আফজাল হোসেন চাঁদ : যশোরের ঝিকরগাছা উপজেলার অন্তগত বিভিন্ন ইট ভাটার মাটি ও ইট বহন করার জন্য ব্যবহারিত টলি বা মাহিন্দ্রের কারণে এলাকার রাস্তা নষ্ট হওয়ায় অভিযোগের উপর বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতে ৪জনকে জরিমানা করেছে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত রহমান। এসময় তিনি নাভারণ কুন্দিপুর হিরা ব্রিকস্রে কাগজপত্র দেখতে চাইলে। ভাটা কর্তৃপক্ষ তাকে হাইকোর্টের রির্টের কপি দেখান। তবে জনমতে একটি প্রশ্ন উঠেছে আদেও হাইকোর্টের রির্টের কপিটা সঠিক কিনা !
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত রহমান বলেন, নাভারণ টু বায়সা সড়কে ইট ভাটার মাটি ও ইট বহন করার জন্য ব্যবহারিত টলি বা মাহিন্দ্রের কারণে এলাকার রাস্তা নষ্ট হওয়ায় অভিযোগের উপর ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতে সড়ক পরিবহন আইন ২০১৮ এর আওতায় এনে ৪জন টলি বা মাহিন্দ্র ড্রাইভারকে ১হাজার ৯শত টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ইট ভাটা মালিকদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে। তারা যেন আর টলি বা মাহিন্দ্রে করে মাটি আনা নেওয়া না করে। মাটি আনতে হলে ট্রাক ব্যবহার করতে হবে।
হিরা ব্রিকস্রে সম্পর্কে জানতে চাইলে তিনি আরো বলেন, আমি হিরা ব্রিকস্রে কাগজপত্র দেখেছি। কর্তৃপক্ষ আমাকে হাইকোর্টের রির্টের একটি কপি দেখিয়েছেন। যেহেতু তাদের নিকট হাইকোর্টের রিট রয়েছে। সেহেতু ওখানে হাইকোর্টের রিট বা নিষেধাজ্ঞা উপক্ষো করা যায় না।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |