ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ঝিকরগাছায় ভ্রাম্যমান আদালতে ৪জনকে জরিমানা: হিরা ব্রিকসের রিট নিয়ে জনমতে প্রশ্ন !

আফজাল হোসেন চাঁদ : যশোরের ঝিকরগাছা উপজেলার অন্তগত বিভিন্ন ইট ভাটার মাটি ও ইট বহন করার জন্য ব্যবহারিত টলি বা মাহিন্দ্রের কারণে এলাকার রাস্তা নষ্ট হওয়ায় অভিযোগের উপর বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতে ৪জনকে জরিমানা করেছে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত রহমান। এসময় তিনি নাভারণ কুন্দিপুর হিরা ব্রিকস্রে কাগজপত্র দেখতে চাইলে। ভাটা কর্তৃপক্ষ তাকে হাইকোর্টের রির্টের কপি দেখান। তবে জনমতে একটি প্রশ্ন উঠেছে আদেও হাইকোর্টের রির্টের কপিটা সঠিক কিনা !
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত রহমান বলেন, নাভারণ টু বায়সা সড়কে ইট ভাটার মাটি ও ইট বহন করার জন্য ব্যবহারিত টলি বা মাহিন্দ্রের কারণে এলাকার রাস্তা নষ্ট হওয়ায় অভিযোগের উপর ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতে সড়ক পরিবহন আইন ২০১৮ এর আওতায় এনে ৪জন টলি বা মাহিন্দ্র ড্রাইভারকে ১হাজার ৯শত টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ইট ভাটা মালিকদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে। তারা যেন আর টলি বা মাহিন্দ্রে করে মাটি আনা নেওয়া না করে। মাটি আনতে হলে ট্রাক ব্যবহার করতে হবে।
হিরা ব্রিকস্রে সম্পর্কে জানতে চাইলে তিনি আরো বলেন, আমি হিরা ব্রিকস্রে কাগজপত্র দেখেছি। কর্তৃপক্ষ আমাকে হাইকোর্টের রির্টের একটি কপি দেখিয়েছেন। যেহেতু তাদের নিকট হাইকোর্টের রিট রয়েছে। সেহেতু ওখানে হাইকোর্টের রিট বা নিষেধাজ্ঞা উপক্ষো করা যায় না।

You must be Logged in to post comment.

গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |