ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ ইং | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ঝিকরগাছায় সরকারী আইন অমান্য করলে কোন ছাড় নাই -ইউএনও আরাফাত রহমান

আফজাল হোসেন চাঁদ : বর্তমানে করোনা ভাইরাসের দ্বিতীয় সময়ের সপ্তাহ ব্যাপী লকডাউনের প্রথম পর্যায়ের শেষেও সামাজিক দুরত্ব ও মাস্ক পরিধান নিশ্চিত করতে যশোরের ঝিকরগাছায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)আরাফাত রহমান বলেন, করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারী আইন অমান্য করলে কাউকে কোন ছাড় দেওয়া হবে না। দেশে বর্তমান অবস্থা খুবই খারাপের দিকে। এখনই সর্তক না হলে, অকালেই আমাদের জীবন হারাতে হবে। জীবন বাঁচাতে সরকারি আইন মানুন এবং আপনি ও আপনার পরিবারকে সুস্থ্য রাখুন। তিনি আরো বলেন, আগামী ১৪ এপ্রিল (বুধবার) থেকে শুরু হবে অপেক্ষাকৃত কঠোর ও সর্বাত্মক লকডাউন। ঘরে থাকুন, সুস্থ্য থাকুন। করোনাকালীন সময়ের চলতি সপ্তাহে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উল্লেখ যোগ্য কার্যক্রমে মধ্যে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য মাস্ক বিতরণ করেছেন এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৪-৪৭ ধারা ও ১৮৬০ এর দন্ডবিধি মোতাবেক ২৬৯ ধারার আওতায় এনে সপ্তাহ ব্যাপী লকডাউনের প্রথম পর্যায়ে ৪ এপ্রিল ৮জনকে ১০হাজার ২শত, ৫এপ্রিল ৪জনকে ৫ হাজার ৫শত, ৬এপ্রিল ৩জনকে ১হাজার ৪শত, ৭এপ্রিল ১২জনকে ১৫হাজার ১শত, ৮এপ্রিল ৩জনকে ১হাজার ৮শত, ১১এপ্রিল ৭জনকে ৭হাজার ২শত টাকা জরিমানা করা হয়। এসময় তার সফর সঙ্গী ছিলেন, ইউএনও অফিস সহকারী কাম কম্পিউটার (মুদ্রক্ষরিক) শাহ জালাল।

You must be Logged in to post comment.

গাংনী উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত     |     গাংনী পৌরসভার আয়োজনে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত     |     মেহেরপুর প্রতিদিনের ৭ম বছরে পদার্পণে আমন্ত্রিত অতিথিরা  জেলার শিক্ষা,শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন তুলে ধরে পত্রিকাটিকে গণমানুষের মুখপাত্র হিসেবে গড়ে তুলতে হবে।     |     আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম     |     কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা     |     বিরলের ৩ টি ইউপি’র ১৯জন চেয়ারম্যান পদ প্রার্থীর মনোনয়পত্র দাখিল। সংরক্ষিত ২৫ ও সাধারণ ৯৪ জন প্রার্থী।     |     গাংনীতে মাটি ভর্তি ট্রলির উপর থেকে চাকার নিচে পড়ে শিশু নিহত     |     টাঙ্গাইলে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ৪     |     ঢাকায় ‘শিক্ষায় ন্যায্যতাভিত্তিক বাজেট: আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে দেশান্তরী চাচার খেলাপী ঋণ পরিশোধ করে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর মুক্তিযোদ্ধ ভ্রাতুষ্পুত্র     |