ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ ইং | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিকরগাছায় স্বপ্নলোকের পাঠশালা’র ২য় ক্যাম্পাসের শুভ উদ্বোধন ও বই বিতরণ অনুষ্ঠান

আফজাল হোসেন চাঁদ : সুবিধাবঞ্চিত শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান স্বপ্নলোকের পাঠশালা’র ২য় ক্যাম্পাস সোমবার সকাল ১০টায় মোবারকপুরস্থ কলেজপাড়ায় পেন ফাউন্ডেশনের উদ্যোগে শুভ উদ্বোধন ও বই বিতরণ করা হয়েছে। এছাড়াও সুবিধাবঞ্চিত শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান স্বপ্নলোকের পাঠশালা’র কৃষ্ণনগরস্থ প্রথম ক্যাম্পাসের শিক্ষার্থীদের মধ্য বই বিতরণ করা হয়েছে। স্বপ্নলোকের পাঠশালা’র প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মেঘনা ইমদাদ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্বপ্নলোকের পাঠশালা’র সভাপতি ও কথা সাহিত্যিক সফিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন স্বপ্নলোকের পাঠশালা’র পরিচালনা পর্ষদের সদস্য স্বপ্ন কুমার ঘোষ, ঝিকরগাছা পেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইমদাদুল হক ইমদাদ, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, স্বপ্নলোকের পাঠশালা’র ২য় ক্যাম্পাসের শিক্ষক বিথী খাতুন প্রমুখ। উল্লেখ্য ঝিকরগাছার স্বেচ্ছাসেবী সংগঠন পেন ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৭ সালে ঝিকরগাছা পৌরসদরে অভ্যন্তরে কৃষ্ণনগর মাঠপাড়ায় প্রতিষ্ঠিত হয়। সৃষ্টিকাল থেকে অত্র এলাকার পিছিয়ে পড়া, হতদরিদ্র, পিতৃ-মাতৃহীন শিশুদের নিয়ে নিজেদের অর্থায়নে প্রাক প্রাথমিক স্বপ্নলোকের পাঠশালা কার্যক্রম পরিচালনা হয়ে আসছে। সর্বপ্রথম ২০১৭ সালে ২৪জন, ২০১৮সালে ৩০জন, ২০১৯ সালে ২৮জন, ২০২০ সালে ২৫জন এবং চলতি বছরে ২৮জন ও ২৭ জন (২য় ক্যাম্পাস) সহ সবমোট ৫৫জন শিক্ষার্থীকে শিক্ষাগ্রহণ করছে। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মেঘনা ইমদাদ বলেন, সমাজের প্রতি নিজের দায়বদ্ধতা থেকেই ২০১৭ সাল থেকে শুরু করেছিলাম। আমার এই কাজে অনেকেই আমাকে উৎসাহ ও সহযোগিতা করেছেন। তারই ধারাবাহিকতায় ২য় ক্যাম্পাস উদ্বোধন করা হল। ভবিষ্যতেও আপনারা আমার এই প্রতিষ্ঠানের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবেন।

You must be Logged in to post comment.

গাংনীা নওপাড়ায় তামাক ঘরে আগুন। বসতঘরসহ ৪ টি তামাক ঘর পুড়ে ছাই     |     মেহেরপুরে প্রধান মন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ     |     বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |