ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ ইং | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আজাদ এই অর্জন আমার না এটা আপনাদেরই অর্জন

আফজাল হোসেন চাঁদ : যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের ভিডিও কানফারেন্স রুমে জাতীয় শোক দিবস বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি ডকুমেন্টারি প্রতিযোগিতায় ঐতিহ্যবাহী ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুল প্রথম স্থান অর্জন করেছে। জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি ডকুমেন্টারি প্রতিযোগিতার পুরস্কার ও যুব ঋন বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমানের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশীদের সঞ্চালনার মাধ্যমে এটি প্রকাশ পায়। অনুষ্ঠানের প্রধান অতিথি ৮৬, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) ডাক্তার মোঃ নাসির উদ্দিনের নিকট হতে পুরস্কার গ্রহণ করেন ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের শিক্ষক সহ শিক্ষার্থীবৃন্দ। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি ডকুমেন্টারি প্রতিযোগিতা সম্পর্কে প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদের নিকট সংবাদকর্মীরা জানতে চাইলে তিনি বলেন, এই অর্জন আমার না, এটা আপনাদেরই অর্জন। আপনারা আমাদের দিকে তাকিয়ে আমাদের কাছে আপনার সন্তান, আপনার ভাই-বোন অথবা আত্মিয় স্বজনদের যদি আমাদের নিকট না পাঠাতেন তাহলে কি আজ আমরা এই অর্জন করতে পারতাম ? এছাড়াও বর্তমান আমাদের স্কুলের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমান স্যারেরও স্কুলের প্রতি নজর আছে। আশাকরি আমরা সামনের দিনেও ভালো কিছু অর্জন করতে পারবো।

You must be Logged in to post comment.

বিরলে দূর্নীতি প্রতিরােধ কমিটির ইফতার মাহফিল।     |     ঝিকরগাছায় পৌর মেয়রের ইফতারে জাতীয় সংসদ সদস্য ডা. তুহিন     |     ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন     |     পবিত্র মাহে রমজান উপলক্ষে মাদারীপুর কে.আই হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প     |     একের পর এক মরছে গরু, সীমান্তে আতঙ্কে দুই গ্রামের মানুষ     |     পঞ্চগড়ে স্বাধীনতা দিবস উপলক্ষে গরীব ও দুঃস্থদের মাঝে বিজিবির ইফতার বিতরণ।     |     যথাযথ মর্যাদায় পঞ্চগড়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন       |     মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত     |     মেহেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত     |     যথাযোগ্য মর্যাদায় বোরহানউদ্দিনে স্বাধীনতা দিবস উদযাপন      |