ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাই স্কুলের শিক্ষার্থী চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে

আফজাল হোসেন চাঁদ : যশোরের ঝিকরগাছা উপজেলার মধ্যে ৭জন শিক্ষার্থী বিভিন্ন মেডিকেল কলেজে চান্স পেয়েছে। যার মধ্যে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাই স্কুলের ২০১৮ সালে এসএসসি পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী মোঃ জহির উদ্দিন নয়ন চট্টগ্রাম মেডিকেল বিশ্ব বিদ্যালয় এ চান্স পেয়েছেন। এছাড়াও সে যশোরের নতুনহাট পাবলিক কলেজের শিক্ষার্থী ছিলেন। যশোর সদর উপজেলার মালঞ্চী গ্রামের দরিদ্র রিক্সা চালক মোঃ জালাল উদ্দিন গাজী ও গৃহিনী মোছাঃ শাহানার বেগমের ছেলে। মেডিকেলে চান্স পাওয়ার বিষয়ে মোঃ জহির উদ্দিন নয়ন বলেন, আমি ভালো ডাক্তার হিসেবে নিজেকে গড়ে তোলার প্রত্যয় নিয়ে চট্টগ্রাম মেডিকেল বিশ্ব বিদ্যালয় আবেদন করে ছিলাম। আর সেখানেই সবার দোয়াতে চান্স পেয়েছি। আমি ভালো চিকিৎসক হয়ে অসহায় মানুষের পাশে থেকে সেবা করতে চাই। ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমার আজাদ বলেন, আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থী চট্টগ্রাম মেডিকেল বিশ্ব বিদ্যালয় চান্স পেয়েছে এতে আমাদের প্রতিষ্ঠানের সকল শিক্ষক আনন্দিত। মোঃ জহির উদ্দিন নয়ন’র নিকটে আমাদের দাবী সে যেন মেডিকেল থেকে ভালো ভাবে পড়াশুনা করে ভালো মানুষ, ভালো ডাক্তার ও ভালো সেবক হয়ে সবার পাশে থাকে। উপজেলা নির্বাহী অফিসার ও ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাই স্কুলের সভাপতি আরাফাত রহমান বলেন, আমাদের প্রতিষ্ঠানের সম্মান রেখেছে। আমি তার জন্য দোয়া করি, স্রষ্টা যেন তাকে (মোঃ জহির উদ্দিন নয়ন) নিদৃষ্ট স্থানে পৌছে দেন।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |