ঢাকা, বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪ ইং | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বনের জমি দখল করে মার্কেট নির্মাণ

রবিউল আলম বাদল ঘাটাইল থেকে :টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া রেঞ্জের আওতাধীন সাগরদিঘী বনবিটের কুতুবপুর মৌজায় বনের জমি দখল করে মার্কেট নির্মাণ করছে বিএনপি নেতা সোহাগ মিয়া। তার বাড়ী কুতুবপুর গ্রামে। সে মৃত মোস্তফা মেম্বারের ছেলে । এসব জবর দখলের ফলে একদিকে হারিয়ে যাচ্ছে বন, অপরদিকে প্রকৃতি হারাচ্ছে তার পরিবেশ। সেই সাথে বিপর্যস্ত হচ্ছে গোটা জাতি।

 

বিট অফিস সূত্রে জানা যায়, সাগরদিঘী বিট অফিসের কুতুবপুর মৌজার বন বিভাগের ২০০১.৭৬ একর বনভূমি রয়েছে। ঐ জমিতে বিধি অনুযায়ী গাছের বাগান থাকার কথা। কিন্তু সরজমিনে চিতার চালা থেকে দক্ষিণে বড়চওনা এবং পূর্বে নয়াপাড়া থেকে পশ্চিমে কাকড়াজান পর্যন্ত মাঝখানে কুতুবপুর, বড়চওনা ও চকচকিয়া শ্রীপুর এলাকা ঘুরে দেখা যায় বনের বাগান নাই বললেই চলে। মাঝে মধ্যে আংশিক আকারে ২/১ টি প্লট থাকালেও ভূমি দস্যুরা বনের গাছ কর্তন করে ঐসব জমিতে কলার বাগান, লেবুর বাগান, বসতবাড়ী, মুরগীর ফার্ম স্থাপন করা হয়েছে। এলাকাবাসীর ধারনা কুতুবপুর, শ্রীপুর মৌজায় বন বিভাগের প্রায় ৭০-৮০ ভাগ জমির ধীরে ধীরে বেদখল হয়ে গেছে। এরই ধারাবাহিকতায় কুতুবপুর গ্রামের মৃত মোস্তফা মেম্বারের ছেলে সোহাগ মিয়া বন বিভাগের ৪৬ দাগের এক একর জমি জবরদখল করে প্রথমে বসতবাড়ি পরে অবৈধ করাত কল ও বর্তমানে ৯ রুমের মার্কেট নির্মাণ করছে।

বন বিভাগের জমিতে কিভাবে মার্কেট নির্মাণ করছে জানতে চাইলে জবরদখলকারী সোহাগ মিয়া বলেন, বিট অফিসকে অবগত করেই ঘর উত্তোলন করা হচ্ছে। তবে খোচাখুচি করে কিছুই করতে পারবেন না বলে তিনি জানান।

বনের জমিতে মার্কেট নির্মাণের বিষয়ে সাগরদিঘী বিট অফিসার ছিদ্দিক হোসেন এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমি ঘরের কাজ বন্ধ করতে বলে দিয়েছি।

মার্কেট নির্মাণ কাজ চলমান থাকলেও ধলাপাড়া রেঞ্চ কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান মার্কেট নির্মাণ বন্ধ করে দেয়া হয়েছে।

You must be Logged in to post comment.

    |     ভূঞাপুরে স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ কর্তন স্ত্রী গ্রেফতার     |     মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সকে আন্তর্জাতিক মানের করা হবে -আ.ক.ম মোজাম্মেল হক এমপি     |     মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার থাকতে হবে           —- রাণীশংকৈলে এমপি সুজন     |     রাণীশংকৈলে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত     |     ঝিকরগাছায় ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভা, চিত্র প্রদর্শনী ও দোয়া মাহফিল     |     ঝিকরগাছায় শব্দদূষণ বন্ধে অবস্থান কর্মসূচি ও ইউএনও’র নিকট স্মারকলিপি প্রদান     |     আটোয়ারীতে এমপি রেজিয়া ইসলাম এঁর মতবিনিময় সভা     |     গাংনীতে মুকুল সেবা সংস্থার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত     |     উপজেলা নির্বাচনে মেহেরপুর সদরে ৫ জন ও মুজিবনগরে ৪ জন মনোনয়ন পত্র জমা দিলেন     |